ই ক্যাপ 400 খাওয়ার নিয়ম
E cap দুই পাওয়ারের অাছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী 200mg দিনে দুইবার সকাল ও রাতে এবং 400 mg দিনে একবার সকাল/রাতে যেকোনো সময় খেতে পারেন। 200mg এতে ১০ টি ক্যাপসুল থাকবে এর মুল্য ৪০ টাকা এবং 400mg এতেও ১০টি ক্যাপসুল থাকে এর মুল্য ৬০ টাকা।
Ecap মুলত চুল পরা হ্রাসের জন্য খুবেই কার্যকরি পাশাপাশি যৌন সমস্যা সমাধান ও তক মসৃন করার ক্ষেত্রেও বিশেষ ভুমিকা রাখে তবে এটা নিম্নপক্ষে ২ মাস নিয়মিত না খেলে তেমন কোন ফলাফল অনুভব করা যায় না।