প্রিয় পাঠকবৃন্দ আসা করি সবাই ভালো আছেন? বর্তমান সময় অনলাইনের যুগ তাই সব কিছু আমরা অনলাইনের খুজি। সেই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। সেটা হলো ভিবিন্ন ওষুধের দাম,খাওয়ার নিয়ম,কিসের ঐষদ পার্শ্বপ্রতিক্রিয়া সহ আরো অনেক কিছু আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হবে। আসা করি আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনেক উপকৃত হবেন।
আজকে আমরা এই নিবন্ধে তোমাদের এজিথ্রোমাইসিন ৫০০ খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করবো। আপনি যদি এজিথ্রোমাইসিন ঔষধ খাওয়ার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে আসেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন এজিথ্রোমাইসিন খাওয়ার নিয়ম নেই।
এজিথ্রোমাইসিন খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়স্ক রোগীর জন্য দৈনিক সেবন মাত্রা ১টি ৫০০ মিলিগ্রামের ক্যাপসুল বা ক্যাপলেট। রোগের অবস্থা ভেদে সাধারণত: ৩ দিন, ৫ দিন বা ৭ দিনের চিকিৎসা দেয়া হয়।
এজিথ্রোমাইসিন ক্যাপসুল এবং সাসপেনশন খাবার গ্রহণের অন্তত ১ ঘন্টা পূর্বে অথবা ২ ঘন্টা পরে গ্রহণ করতে হবে।
তবে এজিথ্রোমাইসিন ৫০০ ট্যাবলেট খাবার গ্রহণের পূর্বে অথবা পরে কিংবা খাবারের সাথে গ্রহণ করা যেতে পারে।
এজিথ্রোমাইসিন সাসপেনশন তৈরীর জন্য ১০ মি.লি বা ২ চা চামচ পরিমাণ সদ্য ফুটানো ঠান্ডা পানি সবটুকু শুষ্ক পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এজিথ্রোমাইসিন ৫০০ খাওয়ার নিয়ম
★প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে : ৫০০ মিঃগ্ৰাঃ দৈনিক একবার করে ৩ দিন অথবা প্রথম দিন ৫০০ মিঃগ্রাঃ এবং পরবর্তীতে দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত দৈনিক ২৫০ মিঃগ্রাঃ করে ৪ দিন ।
★ ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস জনিত যৌনাচার বাহিত রোগে আক্রান্তদের ক্ষেত্রে : ১ গ্রামের একক মাত্রা অথবা প্রথম দিন ৫০০ মিঃগ্রাঃ ও পরবর্তী দুইদিন ২৫০ মিঃগ্রাঃ করে গ্রহণ করা পারে ।
★শিশুদের ক্ষেত্রে : ৬ মাসের অধিক বয়সের বাচ্চার ক্ষেত্রে ( যদি শারীরিক ওজন ১৫-২৫ কেজি হয় ) : দৈনিক ১০ মিঃগ্রাঃ / কেজি হিসেবে ৩ দিন অথবা দৈনিক ২০০ মিঃগ্রাঃ ( ১ চা - চামচপূর্ণ ) করে ৩ দিন
★ যদি শারীরিক ওজন ২৬-৩৫ কেজি হয় : দৈনিক ৩০০ মিঃগ্ৰাঃ ( ১.৫ চা - চামচপূর্ণ ) করে ৩ দিন
যদি শারীরিক ওজন ৩৬-৪৫ কেজি হয় : দৈনিক ৪০০ মিঃগ্রাঃ ( ২ চা - চামচপূর্ণ ) করে ৩ দিন টাইফয়েড জ্বরের ক্ষেত্রে : দৈনিক ৫০০ মিঃগ্রাঃ ( ২.৫ চা - চামচপূর্ণ ) , ৭-১০ দিন
Tag: এজিথ্রোমাইসিন খাওয়ার নিয়ম, এজিথ্রোমাইসিন ৫০০ খাওয়ার নিয়ম