আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন?আসা করি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের জন্ম নিয়ন্ত্রণ পিলের নাম ও দাম, জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার নিয়ম এই পোস্টে শেয়ার করবো।আসা করি যারা জন্ম নিয়ন্ত্রণ পিলের দাম জানতে আসছেন সঠিক তথ্য এখানে পেয়ে যাবেন।
Emergency pill price in bangladesh
5X ইমার্জেন্সি পিল
5X ইমার্জেন্সি পিল মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের ৫ দিনের মধ্যে গ্রহণ করলে গর্ভধারন রোধ করা যায়। 5X ইমার্জেন্সি পিল নিয়মিত জন্ম নিয়ন্ত্রন বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়।
প্রতিটি 5X ইমার্জেন্সি পিলে ১ বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে ইউলিপ্রিস্টল এসিটেট আই এন এন ৩০ মি.গ্রা.
5X ইমার্জেন্সি পিলের দাম 195 টাকা
নরপিল ইমার্জেন্সি কনট্রাসেপটিভ পিল
নরপিল মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের ৭২ ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারন রোধ করা যায়। নরপিল নিয়মিত জন্ম নিয়ন্ত্রন বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়।
প্রতিটি নরপিল বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে লিভোনরজেস্ট্রেল ১.৫ মি. গ্রা.
প্রতিটি নরপিল প্যাকেটে ১ টি গোল, সাদা বড়ি থাকে।
পিউলি ইমার্জেন্সি পিল
পিউলি মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের ৫ দিনের মধ্যে গ্রহণ করলে গর্ভধারন রোধ করা যায়। পিউলি নিয়মিত জন্ম নিয়ন্ত্রন বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়।
প্রতিটি পিউলি ১ বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে ইউলি প্রিস্টল এসিটেট আই এন এন ৩০ মি.গ্রা.
নোরিস্ক ইমার্জেন্সি পিল
নোরিস্ক মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের ৭২ ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারন রোধ করা যায়। নোরিস্ক নিয়মিত জন্ম নিয়ন্ত্রন বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়
প্রতিটি নোরিস্ক বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে লিভোনরজেস্ট্রেল ১.৫ মি. গ্রা.
প্রতিটি নোরিস্ক প্যাকেটে ২ টি গোল, সাদা বড়ি থাকে
নোরিস্ক ইমার্জেন্সি পিলের দাম ৬০ টাকা
আই-পিল ইমার্জেন্সি কনট্রাসেপটিভ পিল
আই-পিল মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের ৭২ ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারন রোধ করা যায়। আই-পিল নিয়মিত জন্ম নিয়ন্ত্রন বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়
প্রতিটি আই-পিল বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে লিভোনরজেস্ট্রেল ১.৫ মি. গ্রা.
প্রতিটি আই-পিল প্যাকেটে ১ টি গোল, বড়ি থাকে
ইমকন ১ ইমার্জেন্সি কনট্রাসেপটিভ পিল
ইমকন ১ মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের ৭২ ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারন রোধ করা যায়। ইমকন ১ নিয়মিত জন্ম নিয়ন্ত্রন বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়
প্রতিটি ইমকন 1 বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে লিভোনরজেস্ট্রেল ১.৫ মি. গ্রা.
প্রতিটি ইমকন 1 প্যাকেটে ১ টি গোল, সাদা বড়ি থাকে
ইমকন ১ এর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়। 'ইমকন ১' বর্তমান সময়ে ৬০-৭০টাকার মধ্যেই পাবেন
নভেলন ২১ পিল
কিভাবে নভেলন গ্রহন করতে হবে?
পার্শ্ব প্রতিক্রিয়া?
সময়মত পিল খেতে ভুলে গেলে কি করা উচিত?
দ্বিতীয় সপ্তাহে পিল খেতে ভুলে গেলে?
তৃতীয় সপ্তাহে পিল খেতে ভুলে গেলে?
ইত্যাদি প্রশ্নের উত্তর পেতে প্যাকেট এর মধ্যে নির্দেশনা ভালো করে পড়ুন।
প্রস্তুতকারক: রেনাটা লিমিটেড
নভেলন ২১ পিলের দাম 400 টাকা
রোজেন ২৮ ট্যাবলেট
কিভাবে রোজেন গ্রহন করতে হবে?
পার্শ্ব প্রতিক্রিয়া?
সময়মত পিল খেতে ভুলে গেলে কি করা উচিত?
দ্বিতীয় সপ্তাহে পিল খেতে ভুলে গেলে?
তৃতীয় সপ্তাহে পিল খেতে ভুলে গেলে?
ইত্যাদি প্রশ্নের উত্তর পেতে প্যাকেট এর মধ্যে নির্দেশনা ভালো করে পড়ুন।
প্রস্তুতকারক: ইনসেপটা ফার্মা
রোজেন ২৮ ট্যাবলেট দাম 399 টাকা
ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল জরুরী কিছু তথ্য জেনে নিন
০১. ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কিন্তু অ্যাবরশন করায় না। শুধু ওভিউলেশন পিছিয়ে দিয়ে প্রেগন্যান্সি রুখতে পারে। তাই গর্ভধারণের পর এই পিল খেলে কোনও লাভ হবেনা।
০২. অনেকেই এই সব পিলকে মর্নিং আফটার পিলও বলে থাকেন। কিন্তু পিল পরদিন সকালেই খেতে হবে এর কোনও মানে নেই। রাতে সেক্সের পরও খেতে পারেন। বরং যত তাড়াতাড়ি খাবেন তত ভাল কাজ করবে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল।
০৩. ইমার্জেন্সি পিলই কিন্তু শেষ কথা নয়। এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর কপার আইইউডি। ১০ বছর পর্যন্ত প্রেগন্যান্সি রুখতে পারে।
০৪. ইমার্জেন্সি পিলের কিন্তু রয়েছে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। পিল খাওয়ার পর মাথা ধরা, গা বমি, ক্র্যাম্প ধরার সমস্যায় ভুগতে পারেন।
০৫. সাধারণত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায় ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল।
০৬. যদি নিজে থেকে পিল খেয়ে ঝুঁকি নিতে না চান, তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে নিন। এমনও অনেক পিল রয়েছে বাজারে যা ডাক্তারের প্রেসক্রিপশন দেখেই দেওয়া হয়।
০৭. যদি আপনি নিয়মিত বার্থ কন্ট্রোল পিল খেতে ভুলে গিয়ে থাকেন কোনও দিন তাহলেও খেয়ে নিতে পারেন ইমার্জেন্সি পিল।
০৮. বিপদের সময় কিনবেন বলে রেখে দেবেন না। যে ভাবে কন্ডোম সব সময় বাড়িতে মজুত রাখেন, তেমনই ইমার্জেন্সি পিলও মজুত রাখবেন।
০৯. অনেকেই ভয় পান ইমার্জেন্সি পিল খেলে ওজন বাড়বে। যদিও এর সঙ্গে ওজন বাড়ার কোনও সম্পর্ক নেই।
১০.ইমার্জেন্সি কন্ট্রসেপটিভ পিলের ব্যবহার কিন্তু মুড়ি মুড়কির মতো করা উচিত নয়। যথেচ্চ অসুরক্ষিত সেক্স, তারপর যখন তখন ইমার্জেন্সি পিল কিন্তু অত্যন্ত ক্ষতিকারক।
১১. কোনও ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলই ১০০ শতাংশ গ্যারান্টি দেয় না। তাই কিছু ক্ষেত্রে ভুল ত্রুটির জন্য পিল খাওয়ার পরও প্রেগন্যান্ট হতে পারেন।
১২. ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের ফলে আপনার পিরিয়ড সাইকেল অনিয়মিত হতে পারে। ঘাবড়ে যাবেন না। এটা খুবই সাধারণ ব্যাপার।
Tag: জন্ম নিয়ন্ত্রণ পিলের নাম ও দাম, জন্ম নিয়ন্ত্রণ পিলের দাম ২০২২, জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার নিয়ম