প্রিয় পাঠকবৃন্দ আসা করি সবাই ভালো আছেন? বর্তমান সময় অনলাইনের যুগ তাই সব কিছু আমরা অনলাইনের খুজি। সেই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। সেটা হলো ভিবিন্ন ওষুধের দাম,খাওয়ার নিয়ম,কিসের ঐষদ পার্শ্বপ্রতিক্রিয়া সহ আরো অনেক কিছু আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হবে। আসা করি আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনেক উপকৃত হবেন।
আজকে আমরা এই নিবন্ধে তোমাদের সিনাজিন প্লাস (20+40 mg) ট্যাবলেট এর কাজ কি,সিনাজিন প্লাস ট্যাবলেট খাওয়ার নিয়ম ও সিনাজিন প্লাস ট্যাবলেট এর দাম এবং সিনাজিন প্লাস ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবো। আপনি যদি সিনাজিন প্লাস ট্যাবলেট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে আসেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন সিনাজিন প্লাস ট্যাবলেট এর কাজ কি,সিনাজিন প্লাস ট্যাবলেট খাওয়ার নিয়ম ও সিনাজিন প্লাস ট্যাবলেট এর দাম এবং সিনাজিন প্লাস ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।
সিনাজিন প্লাস ট্যাবলেট এর কাজ কি
সিনাজিন প্লাস ট্যাবলেটের কাজ ও ব্যবহার —
★মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ, যেমনক) মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা, ঝিমুনি, কানে ভোঁ ভোঁ শব্দ, মাথা ব্যথা, অনিদ্রা, স্মরণশক্তি লােপ পাওয়া, অমনােযােগিতা এবং বয়ােঃবৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গসমূহ।
★মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ।
★স্ট্রোক পরবর্তী উপসর্গ সমূহ।
★মাইগ্রেন।
★পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ, যেমনক) মাংসপেশীর তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারনে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গ সমূহ, যেমন- গ্যাংগ্রিন-এর পূর্ববর্তী অবস্থায়, রাত্রিকালীন খিচুনি, হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্ট ক্ষত।
★ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ, যেমনক) কানের লেবিরিন্থ এর রক্তনালী সংকোচনের জন্য কানের অস্বস্তিবােধ, মাথাঘােরা, কানে কম শােনা, ডিজিনেস, কানে অস্বস্তিকর শব্দ শােনা, অনিচ্ছাকৃত চোখ ঘােরা, বমি বমি ভাব বা বমি হওয়া।
★ভ্রমণ জনিত অসুস্থতায়।
সিনাজিন প্লাস ট্যাবলেট খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়স্কদের : ১ টি ট্যাবলেট দৈনিক তিনবার খাবারের পরে সেবনযোগ্য ।
১৮ বছর বয়সের কম বয়সী শিশু এবং কিশোর : ইহা ১৮ বছরের কম বয়সী শিশু এবং কিশোরদের জন্য সুপারিশ করা হয় না কারণ এই বয়সের জন্য ইহার ব্যবহারের কোনও তথ্য পাওয়া যায়নি ।
বয়স্কদের : প্রাপ্তবয়স্ক রোগীর সমপরিমাণ ।
সিনাজিন প্লাস ট্যাবলেট এর দাম
★প্রতি পিস সিনাজিন প্লাস ট্যাবলেটের মূল্য — ১.৫১ টাকা।
★Unit Price: ৳ 1.51 (50's pack — ৳75.50)
সিনাজিন প্লাস ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়া:
তন্দ্ৰা , শুষ্ক মুখ , মাথাব্যথা এবং পেটে ব্যথা হতে পারে । এছাড়া দৃষ্টি শক্তির ব্যাঘাত , অ্যালার্জি প্রতিক্রিয়া , আলোর প্রতি সংবেদনশীলতা এবং প্রস্রাবের অসুবিধা কদাচিৎ দেখা দিতে পারে । অন্যান্য সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ওজন বৃদ্ধি , কোষ্ঠকাঠিন্য , বুকের আঁটসাঁট হওয়া , জন্ডিস , অ্যাংগেল- ক্লোজার গ্লুকোমা আরও ক্ষতিগ্রস্থ হওয়া , অনিয়ন্ত্রিত চলাফেরা , অস্বাভাবিক উত্তেজনা ও অস্থিরতা এবং চর্মের তীব্র প্রদাহ ।
Tag: সিনাজিন প্লাস ট্যাবলেট এর কাজ কি,সিনাজিন প্লাস ট্যাবলেট খাওয়ার নিয়ম, সিনাজিন প্লাস ট্যাবলেট এর দাম, সিনাজিন প্লাস ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া