প্রিয় পাঠকবৃন্দ আসা করি সবাই ভালো আছেন? বর্তমান সময় অনলাইনের যুগ তাই সব কিছু আমরা অনলাইনের খুজি। সেই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। সেটা হলো ভিবিন্ন ওষুধের দাম,খাওয়ার নিয়ম,কিসের ঐষদ পার্শ্বপ্রতিক্রিয়া সহ আরো অনেক কিছু আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হবে। আসা করি আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনেক উপকৃত হবেন।
আজকে আমরা এই নিবন্ধে তোমাদের টোফেন ট্যাবলেট এর কাজ কি,টোফেন ট্যাবলেট খাওয়ার নিয়ম ও টোফেন ট্যাবলেট এর দাম এবং টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবো। আপনি যদি টোফেন ট্যাবলেট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে আসেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন টোফেন ট্যাবলেট এর কাজ কি,টোফেন ট্যাবলেট খাওয়ার নিয়ম ও টোফেন ট্যাবলেট এর দাম এবং টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।
টোফেন ট্যাবলেট এর কাজ কি
টোফেন ট্যাবলেট সাধারনত চোখের চুলকানী, অ্যালার্জিক চুলকানী, চোখ লাল হয়ে যাওয়া, শরীরের যে কোন স্থানে অ্যালার্জিক কারনে চুলকানী সহ ঠান্ডা জনিত হাঁচি সমস্যাতে কাজ করে।
এছাড়াও ব্রংকিয়াল এ্যাজমাতে প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্ট এবং এলার্জিক রাইনাইটিস ও কনজাংটিভাইটিস এ সিম্পটোমেটিক ট্রিটমেন্ট হিসেবে নির্দেশিত।
টোফেন ট্যাবলেট খাওয়ার নিয়ম
টোফেন ট্যাবলেট খাওয়ার নিয়ম
পূর্ণবয়স্ক : সাধারণভাবে ১ মি.গ্রা . করে দিনে ২ বার খাবারের সাথে খেতে হবে । বিশেষ ক্ষেত্রে এক সাথে ২ মি.গ্রা . দিনে ২ বার খাওয়া যাবে ।
৩ বছরের অধিক বয়স্ক : ১ মি.গ্রা . করে দিনে ২ বার আহারের সাথে সেব্য । খুব বেশি ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম ক'দিন রাতের বেলা খাবারের সাথে ০.৫ থেকে ১ মি.গ্রা . এ্যালারিড অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ।
৬ মাস -৩ বছরের শিশু : প্রতি কেজি ওজনের জন্য , ০.০৫ মি.গ্রা . ( ০.২৫ মি.গ্রা . সিরাপ ) করে দিনে দুইবার ( সকালে এবং বিকালে একবার ) সেব্য । বার্ধক্য : পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে । ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন । আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন ।
টোফেন ট্যাবলেট এর দাম
★প্রতি পিস টোফেন ট্যাবলেটের মূল্য — ৩.০০ টাকা।
★Unit Price — ৳3.00 (200's pack — ৳600)
টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
চিকিৎসা শুরুর প্রথম কয়েক দিন তন্দ্রাচ্ছন্নতা এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ গহ্বরের শুষ্কতা , সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে । ওষুধ ব্যবহারের কিছুদিন পরে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া বিলীন হয়ে যায় ।
Tag: টোফেন ট্যাবলেট এর কাজ কি,টোফেন ট্যাবলেট খাওয়ার নিয়ম, টোফেন ট্যাবলেট এর দাম, টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া