এলাট্রল ট্যাবলেট এর কাজ কি | এলাট্রল ট্যাবলেট এর দাম কত | এলাট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের এলাট্রল ট্যাবলেট এর কাজ কি - এলাট্রল ট্যাবলেট এর ব্যবহার - এলাট্রল ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি এলাট্রল ট্যাবলেট এর কাজ কি - এলাট্রল ট্যাবলেট এর ব্যবহার - এলাট্রল ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই এলাট্রল ট্যাবলেট এর কাজ কি - এলাট্রল ট্যাবলেট এর ব্যবহার - এলাট্রল ট্যাবলেট দাম।
এলাট্রল ট্যাবলেট এর কাজ কি
এলাট্রল ট্যাবলেট এলারজি জনিত নাকের সংক্রমণে নির্দেশিত। এটি এ্যালার্জেন-এর ফলে সৃষ্ট হাঁপানি কমাতে সাহায্য করে।
এলাট্রল ট্যাবলেট এর দাম কত
এলাট্রল ট্যাবলেট প্রতি পিসের দামঃ-৩.০১ টাকা
এলাট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম
এলাট্রল ট্যাবলেট ৬ বছর বা এর বেশী বয়সের শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে: ট্যাবলেট: দৈনিক ১টি ট্যাবলেট। সিরাপ: ২ চা চামচ প্রতিদিন একবার। অথবা ১ চা চামচ প্রতিদিন দুই বার।
২-৬ বৎসরের বাচ্চাদের : সিরাপঃ এক চা চামচ প্রতিদিন। অথবা ১/২ চা চামচ প্রতিদিন দুই বার
৬ মাস-২ বছরের নীচে বাচ্চাদেরঃ সিরাপ: ১/২ চা চামচ প্রতিদিন। ১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১/২ চা চামচ করে প্রতি ১২ ঘন্টা অন্তর দেয়া যেতে পারে।
পেডিয়াট্রিক ড্রপস্: ১ মি.লি. করে দিনে একবার। ১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১ মি.লি. করে প্রতি ১২ ঘন্টা অন্তর দেয়া যেতে পারে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে. যাইহোক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়।
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ ঝিমুনি, ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, মানসিক অস্বস্তি, ক্লান্তি, অনিদ্রা, ইউরিনারী রিটেনসন, মুখ শুষ্কতা, ঝাঁপসা দৃষ্টি, গলা ব্যথা, পেটের গন্ডগোল, পেট ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে।
Tag:-এলাট্রল ট্যাবলেট এর কাজ কি | এলাট্রল ট্যাবলেট এর দাম কত | এলাট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম