এটিভেন ট্যাবলেট এর কাজ কি | এটিভেন ট্যাবলেট খাওয়ার নিয়ম | এটিভেন ট্যাবলেট এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের এটিভেন ট্যাবলেট এর কাজ কি - এটিভেন ট্যাবলেট এর ব্যবহার - এটিভেন ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি এটিভেন ট্যাবলেট এর কাজ কি - এটিভেন ট্যাবলেট এর ব্যবহার - এটিভেন ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই এটিভেন ট্যাবলেট এর কাজ কি - এটিভেন ট্যাবলেট এর ব্যবহার - এটিভেন ট্যাবলেট দাম
এটিভেন ট্যাবলেট এর কাজ কি
এটিভেন ট্যাবলেট উদ্বেগ এবং উত্তেজনাের উপসর্গগুলি উপশম করতে ব্যবহৃত হয়
এটিভেন ট্যাবলেট খাওয়ার নিয়ম
এটিভেন ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের মধ্যে সুপারিশকৃত ডোজ সাধারণত প্রায় ২-৩ থেকে ৩ মিগ্রি দৈনিক প্রায় ২-৩ বার হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
বমি বমি ভাব, তলপেটে ব্যথা, ক্ষুধা মন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঝিম্ ঝিম্ ভাব, মাথা ব্যথা, মেজাজের পরিবর্তন, বিষন্নতা, ঘুমের ব্যাঘাত, ঘুম ঘুম ভাব, পেটে ঘা বা আলসার ইত্যাদি।
এটিভেন ট্যাবলেট এর দাম
এটিভেন ট্যাবলেট মূল্যঃ৩৭.৪৫ টাকা
Tag:-এটিভেন ট্যাবলেট এর কাজ কি | এটিভেন ট্যাবলেট খাওয়ার নিয়ম | এটিভেন ট্যাবলেট এর দাম