নরিয়াম ট্যাবলেট এর কাজ কি | নরিয়াম ১০/৫ খাওয়ার নিয়ম | নরিয়াম ১০/৫ এর দাম কত
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের নরিয়াম ট্যাবলেট এর কাজ কি - নরিয়াম ট্যাবলেট এর ব্যবহার - নরিয়াম ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি নরিয়াম ট্যাবলেট এর কাজ কি - নরিয়াম ট্যাবলেট এর ব্যবহার - নরিয়াম ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই নরিয়াম ট্যাবলেট এর কাজ কি - নরিয়াম ট্যাবলেট এর ব্যবহার - নরিয়াম ট্যাবলেট দাম।
নরিয়াম ট্যাবলেট এর কাজ কি
নরিয়াম ট্যাবলেট নিম্নলিখিত ক্ষেত্রে ফ্লুনারিজিন (ফ্লুরিজিন) নির্দেশিত:মাইগ্রেন প্রতিরোধে মাথা ঘোরানোর উপসর্গীয় চিকিৎসা ভ্রমণজনিত অসুস্থতা মৃগীজনিত খিচুনি
নরিয়াম ১০/৫ খাওয়ার নিয়ম
নরিয়াম ট্যাবলেট মাইগ্রেন প্রতিরোধে:প্রারম্ভিক মাত্রা: ৬৫ বছরের নিম্নোর্ধ রোগীর ক্ষেত্রে ১০ মি.গ্ৰা. এবং ৬৫ বছরের উর্ধ্ব রোগীদের ক্ষেত্রে ৫ মি.গ্রা. করে প্রতি রাতে। চিকিৎসা চলাকালীন বিষন্নতা, এক্সট্রা পিরামিডাল ও অন্য অনাকাঙ্খিত উপসর্গ দেখা দিলে প্রয়োগ বন্ধ করতে হবে। প্রয়োগের ২ মাসের মধ্যে কোন উন্নতি না হলে রোগীকে প্রতিক্রিয়াহীন বিবেচিত করতে হবে এবং প্রয়োগ বন্ধ করতে হবে। অব্যহত চিকিৎসা: যদি রোগী সন্তোষজনক প্রতিক্রিয়া দেখায় এবং যদি অব্যহত চিকিৎসা প্রয়োজন হয় তবে পরপর ৫ দিন নির্ধারিত মাত্রা প্রয়োগের পর পরপর ২ দিন ওষুধ সেবন বন্ধ রাখতে হবে। যদি এ চিকিৎসা কার্যকর হয় তারপরও ৬ মাস পর এটি বন্ধ করে দেয়া উচিত এবং যদি রোগী পুনরায় আক্রান্ত হয় তখন প্রয়োগ করা উচিত।
পেরিফেরাল ভাসকুলার ডিজিস্: ১০ মি.গ্রা. করে দিনে ২ বার। প্রয়োজনে সর্বোচ্চ ৩০ মি.গ্ৰা.মাথাঘোরা এবং ভ্রমণজনিত অসুস্থতায়: ১০-২০ মি.গ্রা. প্রতিদিন (প্রাপ্ত বয়স্ক) এবং ৫ মিগ্রা.
প্রতি দিন ৪০ কেজির উর্ধ্ব শিশুদের ক্ষেত্রে। মৃগীজনিত খিচুনি : প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ১৫-২০ মি.গ্রা. এবং শিশুদের ক্ষেত্রে ৫-১০ মি.গ্রা. প্রতিদিন সংযোজিত চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
বিষন্নতা এবং কান্তি, ওজন বৃদ্ধি এবং / অথবা মুখের রুচি বৃদ্ধি পেতে পারে। ফ্লুনারিজিন চিকিৎসায় নিম্নলিখিত ক্ষতিকর প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে: বিষন্নতা (মহিলা রোগীরা যাদের পূর্ব বিষন্নতা রোগ আছে, তারা বেশি ঝুঁকিপূর্ণ),এক্সট্রা পিরামিডিয়াল পার্শ্ব প্রতিক্রিয়া যাতে বয়স্ক রোগীরা অধিক ঝুঁকির সম্মুখীন। অনিয়মিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বুক জ্বালা, বমি বমিভাব, ক্ষুধামন্দা, দূশ্চিন্তা, শুষ্কমুখ, পেশীতে ব্যথা, ত্বকে লালচে ভাব, লক্ষণীয়।
নরিয়াম ১০/৫ এর দাম কত
নরিয়াম ১০ ট্যাবলেট প্রতি পিসের মূল্যঃ৭.০০ টাকা
নরিয়াম ৫ ট্যাবলেট প্রতি পিসের মূল্যঃ৩.৫০ টাকা
Tag:-নরিয়াম ট্যাবলেট এর কাজ কি | নরিয়াম ১০/৫ খাওয়ার নিয়ম | নরিয়াম ১০/৫ এর দাম কত