Menogia কিসের ঔষধ/কাজ কি | Menogia খাওয়ার নিয়ম | মেনোজিয়া ট্যাবলেট এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Menogia ট্যাবলেট এর কাজ কি - Menogia ট্যাবলেট এর ব্যবহার - Menogia ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Menogia ট্যাবলেট এর কাজ কি - Menogia ট্যাবলেট এর ব্যবহার - Menogia ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Menogia ট্যাবলেট এর কাজ কি - Menogia ট্যাবলেট এর ব্যবহার - Menogia ট্যাবলেট দাম।
Menogia কিসের ঔষধ/কাজ কি
Menogia ট্যাবলেট জন্মনিয়ন্ত্রনে ব্যাবহার করা হয়
Menogia খাওয়ার নিয়ম
Menogia ট্যাবলেট ১.ডিসফাংশনাল ইউটেরিন বি-ডিং: ১টি Norethisterone ট্যাবলেট দিনে ৩ বার করে ১০ দিন। চিকিৎসা অবশ্যই ১০ দিন পূর্ন করতে হবে।
২.প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম: মাসিকের লুটিয়াল সময়ে ১-৩ টি মেনোরাল ট্যাবলেট খেতে হবে।
৩.মাসিকের সময় নির্ধারন: মাসিকের সময় Norethisterone এর মাধ্যমে নির্ধারণ করা যায়। ১টি করে Norethisterone ট্যাবলেট দিনে ২-৩ বার।কাঙ্খিত মাসিক শুরু হবার ৩ দিন আগে মেনোরাল খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ ১০-১৪ দিন পযূক্ত Norethisterone খাওয়া যেতে পারে। কোনভাবেই এর থেকে বেশি দিন খাওয়া যাবে না। Norethisterone বন্ধ করার ২-৩ দিনের ভিতর মাসিকের রক্তপাত শুরু হবে।
৪.এন্ডো মেট্রোয়সিস স্বাভাবিক রজঃচক্রের ১ম থেকে ৫ম দিনের ভিতর চিকিৎসা শুরু করতে হবে। প্রথম দিকে ১টি Norethisterone ট্যাবলেট দিনে দুইবার করে শুরু করতে হবে, যা পরবর্তীতে ২টি করে ট্যাবলেট পর্যন্ত বাড়ানো যেতে পারে। এ চিকিৎসা ৪-৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং চিকিৎসা চলাকালীন সময়ে মাসিক এবং ওভুলেশন হবে না। কোনভাবেই মাঝপথে চিকিৎসা বন্ধ করা যাবে না। ওষুধ খাওয়া বন্ধের পর স্বাভাবিক মাসিক শুরু হবে।
৫. মেনোরেজিয়া ১-৩ টি মেনোরাল ট্যাবলেট মাসিক চক্রের ৫ম থেকে ২৫ তম দিন পযূন্ত খেতে হবে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
মাথা ঝিম্ ঝিম্ ভাব, মাথা ব্যথা, মেজাজের পরিবর্তন, ঘুমের ব্যাঘাত, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, ক্ষুধা মন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, শরীরে পানি আসা।
মেনোজিয়া ট্যাবলেট এর দাম
Menogia ট্যাবলেট প্রতি পিসের মূল্যঃ৬.০০ টাকা।
Tag:-Menogia কিসের ঔষধ/কাজ কি | Menogia খাওয়ার নিয়ম | মেনোজিয়া ট্যাবলেট এর দাম