রোলাক (Rolac 10 mg) কিসের ঔষধ | Rolac 10 mg খাওয়ার নিয়ম |রোলাক (Rolac 10 mg) এর দাম কত
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের রোলাক (Rolac 10 mg) ট্যাবলেট এর কাজ কি রোলাক (Rolac 10 mg) ট্যাবলেট এর ব্যবহার - রোলাক (Rolac 10 mg) ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি রোলাক ট্যাবলেট এর কাজ কি - রোলাক ট্যাবলেট এর ব্যবহার - রোলাক ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Rolac ট্যাবলেট এর কাজ কি - Rolac ট্যাবলেট এর ব্যবহার - Rolac ট্যাবলেট দাম।
রোলাক (Rolac 10 mg) কিসের ঔষধ
রোলাক ট্যাবলেট অপারেশন পর মাঝারি ও তীব্র ব্যথায় স্বল্পমেয়াদী ব্যবস্থাপনায় নির্দেশিত ।
Rolac 10 mg খাওয়ার নিয়ম
রোলাক ট্যাবলেট মেনোপেজ পরবর্তী মহিলার অস্টিওপোরোসিস চিকিৎসায় : প্রতি সপ্তাহে একটি ৭০ মি.গ্রা . ট্যাবলেট অথবা প্রতিদিন এক ১০ মি.গ্রা . ট্যাবলেট ।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে । ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন । আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন ।।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ হচ্ছে বমি বমি ভাব , বমি , আন্ত্রিক রক্তরণ , পেপটিক আলসার , অগ্নাশয়ের প্রদাহ , দুশ্চিন্তা , তন্দ্রাচ্ছন্নভাব , মাথা ঝিম ঝিম ভাব , মাথা ব্যথা , হেলুসিনেশন , অতিরিক্ত পিপাসা , মনোযোগে অসমর্থতা , নিদ্রাহীনতা , অসুস্থতাবোধ , ক্লান্তিবোধ , চুলকানি , আরটিকেরিয়া , আলোর প্রতি অতিসংবেদনশীলতা , ব্রাডিকার্ডিয়া , উচ্চ রক্তচাপ , বুক ধরফরানি , বুকে ব্যথা , মহিলাদের বন্ধ্যাত্ব , শ্বাসকষ্ট , হাঁপানি , ফুসফুসে ইডিমা , জ্বর এবং ইঞ্জেকশনের জায়গায় ব্যথা ।
রোলাক (Rolac 10 mg) এর দাম কত
রোলাক ট্যাবলেট প্রতি পিসের দামঃ ১২.০০ টাকা।
Tag:-রোলাক (Rolac 10 mg) কিসের ঔষধ | Rolac 10 mg খাওয়ার নিয়ম |রোলাক (Rolac 10 mg) এর দাম কত