জিংক সিরাপ এর উপকারিতা |জিংক সিরাপ খাওয়ার নিয়ম | জিংক সিরাপ এর দাম কত
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের জিংক সিরাপ এর কাজ কি - জিংক সিরাপ এর ব্যবহার - জিংক সিরাপ দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি জিংক সিরাপ এর কাজ কি - জিংক সিরাপ এর ব্যবহার - জিংক সিরাপ দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই জিংক সিরাপ এর কাজ কি - জিংক সিরাপ এর ব্যবহার - জিংক সিরাপ দাম
জিংক সিরাপ এর উপকারিতা
জিংক সিরাপ ডায়রিয়া চিকিৎসায়, বিশেষ করে ২ মাস থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে, জিংকের ঘাটতিজনিত অন্যান্য সমস্যা যেমন-রোগ প্রতিরোধের অভাব, বয়স সম্পর্কিত অন্ধত্ব, ঠান্ডা প্রতিরোধ ও চিকিত্সায়, স্বাদ এবং গন্ধ রক্ষণাবেক্ষণ, পুরুয়ের যৌন ক্ষমতা, বন্ধ্যাত্ব, প্রোস্টেটের সমস্যা, চুলের ক্ষতি এবং রিউমাটয়েড আরথ্রাইটিস।
জিংক সিরাপ খাওয়ার নিয়ম
জিংক সিরাপ ডায়রিয়া চিকিৎসায় :ডায়রিয়া শুরুর পর যত দ্রুত সম্ভব জিংক সেবন করা উচিত।
২ থেকে ৬ মারে শিশু :দৈনিক ১০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন।
৬ মাস থেকে ৫ বছরের শিশু :দৈনিক ২০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন।
অন্যান্য নির্দেশনায় :শিশুদের ক্ষেত্রে অনুমোদিত মাত্রা হচ্ছে দৈনিক ২-২.৫ মি.গ্ৰা./ কেজি দৈহিক ওজন হিসাবে।
১০ কেজির নিচের শিশুদের ক্ষেত্রে: ১০ মি.গ্রা. জিংক দৈনিক ২বার। ১০ কেজি থেকে ৩০ কেজি পর্যন্ত শিশুদের জন্য : ২০ মি.গ্ৰা. জিংক দৈনিক ১-৩ বার।
প্রাপ্ত বয়স্ক এবং ৩০ কেজি-এর উর্দ্ধে শিশুদের জন্য : ৪০ মি.গ্রা. জিংক দৈনিক ১-৩ বার।
প্রতি নির্দেশনা : জিংক এর প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণত সুসহনীয়।
জিংক সিরাপ এর দাম কত
জিংক সিরাপ ১০০মি.লি. প্রতি পিসের দামঃ৫০.০০ টাকা
Tag:-জিংক সিরাপ এর উপকারিতা |জিংক সিরাপ খাওয়ার নিয়ম | জিংক সিরাপ এর দাম কত