থাইরক্স ট্যাবলেট এর কাজ কি | থাইরক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম | থাইরক্স ট্যাবলেট এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের থাইরক্স ট্যাবলেট এর কাজ কি - থাইরক্স ট্যাবলেট এর ব্যবহার - থাইরক্স ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি থাইরক্স ট্যাবলেট এর কাজ কি- থাইরক্স ট্যাবলেট এর ব্যবহার - থাইরক্স ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই থাইরক্স ট্যাবলেট এর কাজ কি - থাইরক্স ট্যাবলেট এর ব্যবহার - থাইরক্স ট্যাবলেট দাম
থাইরক্স ট্যাবলেট এর কাজ কি
থাইরক্স ট্যাবলেট থাইরয়েড হরমোনের প্রতিস্থাপন থেরাপি যেমন হাইপোথাইরয়েডিজম, গলগন্ডের চিকিৎসা এবং প্রতিষেধক হিসেবে, থাইরয়েডাইটিস এবং থাইরয়েড ক্যান্সারে সার্জারী ও রেডিও আয়োডিন থেরাপির সাথে ব্যবহৃত হয় ।
থাইরক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
থাইরক্স ট্যাবলেট Levothyroxine Sodium ট্যাবলেট প্রতিদিন একই সময়ে খালি পেটে খাওয়া শ্রেয়। খাবারের পর পরই খেলে লিভোথাইরক্সিনের শোষণ কম হতে পারে।
রোগীর অবস্থা এবং নিয়মিত ল্যাবরেটরী পরীক্ষার পরিমাপ অনুযায়ী Levothyroxine এর মাত্রা নির্দেশিত হয়।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
বুকে ব্যাথা, হৃদস্পন্দনের সমস্যা, মাংশ পেশীর খিচুনি, ডায় রিয়া, বমি, মাথা ব্যাথা, অস্থিরতা, ঘাম হতে পারে।
থাইরক্স ট্যাবলেট এর দাম
থাইরক্স 25মি.লি. ট্যাবলেট প্রতি পিসের দামঃ১.১০ টাকা
থাইরক্স 50মি.লি. ট্যাবলেট প্রতি পিসের দামঃ২.১০ টাকা
থাইরক্স 75মি.লি. ট্যাবলেট প্রতি পিসের দামঃ৩.১০ টাকা
থাইরক্স 100মি.লি. ট্যাবলেট প্রতি পিসের দামঃ৩.০০ টাকা
Tag:-থাইরক্স ট্যাবলেট এর কাজ কি | থাইরক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম | থাইরক্স ট্যাবলেট এর দাম