সেফরিল ৫০০ কাজ কি | সেফরিল ৫০০ খাওয়ার নিয়ম | সেফরিল ৫০০ এর দাম কত
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের সেফরিল ৫০০ ট্যাবলেট এর কাজ কি - সেফরিল ৫০০ ট্যাবলেট এর ব্যবহার - সেফরিল ৫০০ ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি সেফরিল ৫০০ ট্যাবলেট এর কাজ কি - সেফরিল ৫০০ ট্যাবলেট এর ব্যবহার - সেফরিল ৫০০ ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই সেফরিল ৫০০ ট্যাবলেট এর কাজ কি - সেফরিল ৫০০ ট্যাবলেট এর ব্যবহার - সেফরিল ৫০০ ট্যাবলেট দাম
সেফরিল ৫০০ কাজ কি
সেফরিল ৫০০ ট্যাবলেট মুখ ও মুখ গহবরের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, টনসিলের প্রদাহ, ফুসফুসের তীব্র এবং দীর্ঘস্থায়ী প্রদাহ, নিউমোনিয়া, কিডনি, মূত্রথলির ও মূত্রনালীর প্রদাহ, ফোড়া, সেলুলাইটিস, পেরিটোনিয়ামের প্রদাহ, অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ প্রতিরোধ।
সেফরিল ৫০০ খাওয়ার নিয়ম
সেফরিল ৫০০ ট্যাবলেট মুখে সেব্য : দৈনিক ১-২ গ্রাম, ২ থেকে ৪টি সমবিভক্ত মাত্রায়। ইঞ্জেকশন : দিনে ২-৪ টি সমবিভক্ত মাত্রায় মাংস পেশীতে অথবা শিরা পথে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে. যাইহোক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়।
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ বমি বমি ভাব, বমি, ডায়রিয়া এবং পেটে অস্বস্তিবোধ। এলার্জিজনিত প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি, আর্টিকেরিয়া। এছাড়া লিভার এনজাইমের মাত্রা বৃদ্ধি পেতে পারে। কোন কোন ক্ষেত্রে নিউট্রোপেনিয়া দেখা দিতে পারে। চিকিৎসার পরে অসংবেদনশীল জীবাণু বিশেষতঃ ক্যানডিডা ছত্রাক দ্বারা পুনঃসংক্রমণ হতে পারে।
সেফরিল ৫০০ এর দাম কত
সেফরিল ৫০০ ট্যাবলেট প্রতি পিসের দামঃ১৫ টাকা
Tag:-সেফরিল ৫০০ কাজ কি | সেফরিল ৫০০ খাওয়ার নিয়ম | সেফরিল ৫০০ এর দাম কত