Gaba p 50/25 এর কাজ কি | Gaba p ৫০/২৫ খাওয়ার নিয়ম |Gaba p 50 /25 এর দাম কত
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Gaba p ট্যাবলেট এর কাজ কি - Gaba p ট্যাবলেট এর ব্যবহার - Gaba p ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Gaba p ট্যাবলেট এর কাজ কি - Gaba p ট্যাবলেট এর ব্যবহার - Gaba p ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Gaba p ট্যাবলেট এর কাজ কি - Gaba p ট্যাবলেট এর ব্যবহার - Gaba p ট্যাবলেট দাম
Gaba p 50/25 এর কাজ কি
Gaba p ট্যাবলেট হার্পেটিক নিউরালজিয়াতে নির্দেশিত। বয়স্কদের ডয়াবেটিক নিউরোপ্যাথি দ্বারা ঘটিত নার্ভের ব্যথাতে ও পোস্ট জন্য এটি মৃগী রোগে সংযোজিত চিকিৎসা হিসেবে নির্দেশিত।
Gaba p ৫০/২৫ খাওয়ার নিয়ম
Gaba p ট্যাবলেট ডায়েবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি সাথে সংগঠিত
নিউরোপ্যাথিক ব্যথা :যে সব রোগীদের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স প্রতি মিনিটে ৬০ মি.লি. তাদের ক্ষেত্রে প্রিগাবালিন এর সর্বোচ্চ নির্দেশিত মাত্রা হল ১০০ মি.গ্রা. দিনে ৩ বার
(দৈনিক ৩০০ মি.গ্রা.)। কার্যকারিতার উপর নির্ভর করে দিনে ৩ বার ৫০ মি.গ্রা. ওষুধ প্রদান শুরু করা উচিত, যা পরে দৈনিক ৩০০ মি.গ্রা. পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
পোস্টহার্পেটিক নিউরালজিয়া :কযে সব রোগীদের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স সর্বনিম্ন ৬০ মি.লি./ মিনিট তাদের ক্ষেত্রে প্রিগাবালিন এর মাত্রা হল ৭৫-১৫০ মি.গ্রা. দিনে ২ বার অথবা ৫০-১০০ মি.গ্রা. দিনে ৩ বার (দৈনিক ১৫০-৩০০ মি.গ্রা.) দৈনিক ৭৫ মি.গ্রা. করে ২ বার অথবা ৫০ মি.গ্রা. দিনে ৩ বার সেবন শুরু করা উচিত যা কার্যকারিতা এবং সহনশীলতার উপর নির্ভর করে এক সপ্তাহের ভিতর ৩০০ মি.গ্রা. পর্যন্ত উন্নীত করা যেতে পারে।
পার্শিয়াল অনসেট সিজার এর সহযোজিত চিকিৎসায়:প্রিগাবালিন প্রাপ্ত বয়স্কদের পার্শিয়াল অনসেট সিজারে দৈনিক ১৫০-৬০০ মি.গ্রা. সেবন মাত্রায় কার্যকারিতা প্রদর্শন করে।
দৈনিক সর্বমোট মাত্রাকে বিভক্ত করে ২ অথবা ৩ বার। সাধারণভাবে ইহা সুপারিশকৃত যে রোগীকে দৈনিক সর্বমোট সর্বোচ্চ ১৫০ মি.গ্রা. (৭৫ মি.গ্রা. দিনে ২ বার অথবা ৫০ মি.গ্রা. দিনে ৩ বার) মাত্রায় প্রদান করা হবে। প্রত্যেক রোগীর ক্রিয়া এবং সহনশীলতার উপর নির্ভর করে সর্বোচ্চ দৈনিক ৬০০ মি.গ্রা. পর্যন্ত বৃদ্ধি করা যায়।
ফায়ব্রোমায়ালজিয়া ব্যবস্থাপনায়:ফায়ব্রোমায়ালগিয়াতে প্রিগাবালিন এর সুপারিশকৃত মাত্রা হল- দৈনিক ৩০০-৪৫০ মি.গ্রা.। দৈনিক ৭৫ মি.গ্রা. করে দিনে ২ বার মাত্রায় (১৫০ মি.গ্রা.) সেবন শুরু করা উচিত, যা ওষুধের কার্যকারিতা এবং সহনশীলতার উপর নির্ভর করে এক সপ্তাহের মধ্যে দৈনিক ১৫০ মি.গ্রা. করে দিনে ২ বার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। যে সব রোগীর ক্ষেত্রে পর্যাপ্ত উপশম লক্ষিত হয় না তাদের ক্ষেত্রে মাত্রা প্রত্যহ ২ বার ২২৫ মি.গ্রা. পর্যন্ত (দৈনিক ৪৫০ মি.গ্রা.) বৃদ্ধি করা যেতে পারে। খাবার সেবনের সাথে নিউরোলিনের কার্যকারিতার কোন সম্পর্ক নেই।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঝিমুনি, ঘুমঘুমভাব, শুষ্ক মুখ, ইডিমা, ঝাঁপসা দৃষ্টি, ওজন বৃদ্ধি এবং অস্বাভাবিক চিন্তা।
Gaba p 50 /25 এর দাম কত
Gaba p 50 ট্যাবলেট প্রতি পিসের দামঃ-১৪.০০ টাকা
Gaba p 25 ট্যাবলেট প্রতি পিসের দামঃ-১০.০০ টাকা
Tag:-Gaba p 50/25 এর কাজ কি | Gaba p ৫০/২৫ খাওয়ার নিয়ম |Gaba p 50 /25 এর দাম কত