Backtone 10mg এর কাজ কি | Backtone 10mg খাওয়ার নিয়ম | Backtone 10mg এর দাম
আসছালামু আলাইকুম পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Backtone 10mg ট্যাবলেট এর কাজ কি - Backtone 10mg ট্যাবলেট এর ব্যবহার - Backtone 10mg ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Backtone 10mg ট্যাবলেট এর কাজ কি - Backtone 10mg ট্যাবলেট এর ব্যবহার - Backtone 10mg ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Backtone 10mg ট্যাবলেট এর কাজ কি - Backtone 10mg ট্যাবলেট এর ব্যবহার - Backtone 10mg ট্যাবলেট দাম
Backtone 10mg এর কাজ কি
Backtone 10mg ট্যাবলেট পেশী সংকোচন, ঘুমের সমস্যা, মূত্রথলির ও স্ফিংটারের কার্যক্ষমতায়, মেরুদন্ডের আঘাত ও মেরুদন্ডে বিভিন্ন ধরণের সমস্যা, মাংসপেশীর সংকোচন, ব্রেইনের বিভিন্ন অসুখ, টেনশন টাইপ মাথাব্যথা।
Backtone 10mg খাওয়ার নিয়ম
Backtone 10mg ট্যাবলেট বেকলোফেন পানি ও খাবারের সাথে খেতে হয়। বেকলোফেন সাধারণতঃ বয়স্কদের ক্ষেত্রে দিনে ৩ বার এবং বাচ্চাদের ক্ষেত্রে দিনে ৪ বার দিতে হয়।বেকলোফেন সর্বনিম্ন কার্যকরী মাত্রায় দেয়া উচিত।প্রশমন প্রক্রিয়ার জন্য নিচের মাত্রা অনুসরণ করা উচিত-৫ মি.গ্রা. দিনে ৩ বার ৩ দিন ১০ মি.গ্রা. দিনে ৩ বার ৩ দিন ১৫ মি.গ্রা. দিনে ৩ বার ৩ দিন ২০ মি.গ্রা. দিনে ৩ বার ৩ দিন পরবর্তীতে মাত্রা আরো বাড়ানোর প্রয়োজন হতে পারে কিন্তু দৈনিক মোট সর্বোচ্চ মাত্রা ৮০ মি.গ্রা. হতে পারে কিন্তু ক্ষেত্ৰ বিশেষে হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে বেকলোফেন দিনে ১০০ থেকে ১২০ মি.গ্রা. প্রয়োজন হতে পারে।
শিশু:সর্বনিম্ন মাত্রায় চিকিৎসা শুরু করা উচিত (০.৩ মি.গ্রা./কেজি/ দিন, বিভক্ত মাত্রায়)। সাবধানতার সাথে ১-২ সপ্তাহ বিরতিতে
শিশুর প্রয়োজন বিশেষে মাত্রা বাড়ানো উচিত। সাধারণত ০.৭৫ মি.গ্রা.- ২.০০ মি.গ্রা./কেজি/দিন বিভক্ত মাত্রায় ওষুধটি চলতে থাকে।
১০ বছরের অধিক বয়সের বাচ্চাদের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ২.৫ মি.গ্রা./কেজি দেয়া যেতে পারে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়।
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রালুতা, ঘুমঘুম ভাব, ঝিমুনি, দূর্বলতা ও অবসাদ।
স্নায়ু: মাথাব্যথা, নিদ্রাহীনতা এবং সামান্য উত্তেজনা, হতাশা, বিভ্রান্তি, পেশীর ব্যথা, খিঁচুনি ইত্যাদি। রক্ত সঞ্চালন: উচ্চ রক্তচাপ এবং খুব কম ক্ষেত্রে ঘন ঘন শ্বাস নেয়া, বুক ধড়ফড় করা, বুকে ব্যথা ও মুর্ছা যাওয়া।
পরিপাক তন্ত্র:ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মুখের শুষ্কতা, স্বাদহীনতা, অ্যাবডোমিনাল ব্যথা, বমিবমি ভাব, ডায়রিয়া।
মূত্রথলি:বার বার প্রস্রাবভাব হওয়া, মূত্র না বের হওয়া, যৌন সমস্যা,ইজাকুলেশন না হওয়া, রাত্রে বার বার প্রস্রাব হওয়া এবং প্রস্রাবে রক্ত আসা। অন্যান্য র্যাশ, চুলকানি, ফোলা, ওজনবৃদ্ধি, নাক বদ্ধতা, চোখে ঝাঁপসা দেখা, হেপাটিক সমস্যা ইত্যাদি।
পেশীর টান এমন হতে পারে যে হাঁটা চলায় সমস্যা হয় তখন মাত্রা পুনঃনির্ধারণ করা উচিত। এজন্য দিনের বেলায় কম মাত্রা দিয়ে রাত্রে বেশী মাত্রা দেয়া উচিত।
Backtone 10mg এর দাম
Backtone 10mg ট্যাবলেট প্রতি পিসের দামঃ১০.০৩ টাকা
Tag:-Backtone 10mg এর কাজ কি | Backtone 10mg খাওয়ার নিয়ম | Backtone 10mg এর দাম