এনজিটর ১০ কিসের ঔষধ৷ | এনজিটর ১০ খাওয়ার নিয়ম | এনজিটর ১০ এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের এনজিটর ১০ ট্যাবলেট এর কাজ কি - এনজিটর ১০ ট্যাবলেট এর ব্যবহার - এনজিটর ১০ ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি এনজিটর ১০ ট্যাবলেট এর কাজ কি - এনজিটর ১০ ট্যাবলেট এর ব্যবহার - এনজিটর ১০ ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই এনজিটর ১০ ট্যাবলেট এর কাজ কি - এনজিটর ১০ ট্যাবলেট এর ব্যবহার - এনজিটর ১০ ট্যাবলেট দাম
এনজিটর ১০ কিসের ঔষধ
এনজিটর ১০ ট্যাবলেট রক্তের চর্বি বা কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
এনজিটর ১০ খাওয়ার নিয়ম
এনজিটর ১০ ট্যাবলেট Atorvastatin নির্দেশনার আগে রোগীকে কোলেস্টেরল কমানোর খাদ্য তালিকা দিতে হবে। সাধারণ নির্দেশনামাত্রা অনুযায়ী সকল ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা ১০ মি.গ্রা. দিনে একবার।
নির্দেশনামাত্রা এলডিএল এর প্রারম্ভিক মাত্রা, লক্ষ্যমাত্রা এবং রোগীর উপর কার্যকারিতার উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে। মাত্রা পুনঃনির্ধারণ এর ক্ষেত্রে চার সপ্তাহ বা তার বেশি ব্যবধান রাখতে হবে। ওষুধ দিনের যে কোন সময় খাবারের সাথে অথবা খাবার সময় ছাড়া সেবন করা যাবে। সর্ব্বোচ্চ মাত্রা হল দৈনিক ৮০ মি.গ্রা.।
শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে এটোরভাসটেটিন ৮০ মি.গ্রা./ দিন সম্পর্কিত কোন তথ্য নেই।
বৃদ্ধদের ক্ষেত্রে: (>৭০ বছর) ৭০ বছরের বেশী বয়স্ক রোগীর দেহে এনজিটর® (৮০ মি.গ্রা./দিন পর্যন্ত) ৭০ বছরের কম বয়স্ক রোগীদের মতই কার্যকর ও নিরাপদ বৃক্কের অকার্যকারিতা: মাত্রা পুন: নির্ধারনের প্রয়োজন নেই।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধরণতঃ যেসব পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ দেখা যায় সেগুলো হলো, কোষ্ঠ কাঠিন্য, পেটফাপা, বদহজম এবং ব্যথা।
এনজিটর ১০ এর দাম
এনজিটর ১০ ট্যাবলেট প্রতি পিসের দামঃ১২.০০ টাকা
Tag:-এনজিটর ১০ কিসের ঔষধ | এনজিটর ১০ খাওয়ার নিয়ম | এনজিটর ১০ এর দাম