Betafix 2.5 / 5 / 10 কিসের ঔষধ | বেটাফিক্স খাওয়ার নিয়ম | Betafix এর দাম
আসছালামু আলাইকুম পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Betafix ট্যাবলেট এর কাজ কি - Betafix ট্যাবলেট এর ব্যবহার - Betafix ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Betafix ট্যাবলেট এর কাজ কি - Betafix ট্যাবলেট এর ব্যবহার - Betafix ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Betafix ট্যাবলেট এর কাজ কি - Betafix ট্যাবলেট এর ব্যবহার - Betafix ট্যাবলেট দাম
Betafix 2.5 / 5 / 10 কিসের ঔষধ
Betafix ট্যাবলেট উচ্চরক্তচাপ ও এনজাইনা প্রতিরোধে ব্যবহার্য। ইহা একক অথবা কম্বিনেশন হিসেবে অন্য উচ্চরক্তচাপ বিরোধী ওষুধের সাথে ব্যবহার করা যায়।
বেটাফিক্স খাওয়ার নিয়ম
Betafix ট্যাবলেট রোগীর প্রয়োজনীয়তা অনুযায়ী বিসোপ্রলল এর মাত্রা নির্ধারণ করতে হবে। সাধারণত শুরুতে বিসোপ্রলল ৫ মি.গ্রা. দিনে একবার ব্যবহার্য। কিছু রোগীদের ক্ষেত্রে বিসোপ্রলল ২.৫ মি.গ্রা. দিয়ে শুরু করা যথাযথ। যাদের ক্ষেত্রে বিসোপ্রলল ৫ মি.গ্রা. দিয়ে যথাযথ ফল পাওয়া যায় না, তাদেরকে মাত্রা বাড়িয়ে দিনে বিসোপ্রলল ১০ মি.গ্রা. অথবা প্রয়োজনে ২০ মি.গ্রা. পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
কান্তি, ঘুমঘুম ভাব, মাথা ব্যথা, অন্ত্রের গোলযোগ যথা: বমি, বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, হাত ও পা অবশ হয়ে যাওয়া, হৃদস্পন্দন কমে যাওয়া, হার্ট ফেইলিউর এর অবনতি, ঘুমে ব্যাঘাত, হতাশা,অ্যাজমা অথবা ক্রণিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে বায়ুনালী সংকোচনজনিত শ্বাসকষ্ট।
Betafix এর দাম
Betafix 2.5 ট্যাবলেট প্রতি পিসের দামঃ৬.০০ টাকা
Betafix 5 ট্যাবলেট প্রতি পিসের দামঃ১০.০০ টাকা
Betafix 10 ট্যাবলেট প্রতি পিসের দামঃ১০.০০ টাকা
Tag:-Betafix 2.5 / 5 / 10 কিসের ঔষধ | বেটাফিক্স খাওয়ার নিয়ম | Betafix এর দাম