Consucon 60 MR এর কাজ কি | কনসুকন এম আর খাওয়ার নিয়ম | Consucon MR এর দাম
আসছালামু আলাইকুম পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Consucon 60 MR ট্যাবলেট এর কাজ কি - Consucon 60 MR ট্যাবলেট এর ব্যবহার - Consucon 60 MR ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Consucon 60 MR ট্যাবলেট এর কাজ কি - Consucon 60 MR ট্যাবলেট এর ব্যবহার - Consucon 60 MR ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Consucon 60 MR ট্যাবলেট এর কাজ কি - Consucon 60 MR ট্যাবলেট এর ব্যবহার - Consucon 60 MR ট্যাবলেট দাম
Consucon 60 MR এর কাজ কি
Consucon 60 MR ট্যাবলেট ডায়াবেটিস
কনসুকন এম আর খাওয়ার নিয়ম
Consucon 60 MR ট্যাবলেট দৈনিক ৪০-৮০ মি.গ্রা.। প্রয়োজনে ধীরে ধীরে মাত্রা দৈনিক ৩২০ মি.গ্রা. পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যতদিন না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে।
এক্স আর ট্যাবলেটের ক্ষেত্রে গিকাজাইড ৩০-১২০ মি.গ্রা. প্রয়োজন অনুযায়ী দিনে একবার সেব্য। এক্স আর ট্যাবলেট ভেঙ্গে বা চুষে খাওয়া উচিত নয়। সকালে নাস্তার সাথে খাওয়া উচিত।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
কিছু কিছু বিশেষ অবস্থায় রক্তে হঠাৎ গ্লুকোজ কমে যেতে পারে। বমি বমি ভাব, ক্ষুধা মন্দা, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য, র্যাশ, হিমোলাইটিক এনেমিয়া, কোলেস্ট্যাটিক জণ্ডিস এবং পরিপাকনালীর রক্তক্ষরণ ইত্যাদি।
Consucon MR এর দাম
Consucon 60 MR ট্যাবলেট প্রতি পিসের দামঃ১১.০০ টাকা
Tag:-Consucon 60 MR এর কাজ কি | কনসুকন এম আর খাওয়ার নিয়ম | Consucon MR এর দাম