ভারগন এর কাজ কি | Vergon খাওয়ার নিয়ম | ভারগন এর দাম কত
আসছালামু আলাইকুম পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Vergon ট্যাবলেট এর কাজ কি - Vergon ট্যাবলেট এর ব্যবহার - Vergon ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Vergon ট্যাবলেট এর কাজ কি - Vergon ট্যাবলেট এর ব্যবহার - Vergon ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Vergon ট্যাবলেট এর কাজ কি - Vergon ট্যাবলেট এর ব্যবহার - Vergon ট্যাবলেট দাম
ভারগন এর কাজ কি
ভারগন ট্যাবলেট রেডিয়েশন থেরাপি, ক্যান্সার কেমোথেরাপি, শল্য চিকিৎসা এবং অন্যান্য অবস্থাজনিত তীব্র বমি বমিভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য মাথাঘোরা, মেনিয়ার্স রোগ এবং অন্যান্য কানের সমস্যার জন্য মানসিক অসুস্থতা যেমন- সিজোফ্রেনিয়া তীব্র মানসিক বৈকল্য সাধারণ উদ্বেগ
vergon খাওয়ার নিয়ম
Vergon ট্যাবলেট বমিরোধক শিশু (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়):
১০-১৪ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার, সর্বোচ্চ দৈনিক ৭.৫ মি.গ্রা. ১৫-১৮ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার, সর্বোচ্চ দৈনিক ১০ মি.গ্রা. ১৯-৩৯ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ৩ বার অথবা ৫ মি.গ্রা., দৈনিক ২ বার, সর্বোচ্চ দৈনিক ১৫ মি.গ্রা.
আইএম : ০.১০-০.১৫ মি.গ্রা./কেজি/ডোজ; সাধারণ মাত্রা: ০.১৩ মি.গ্রা./কেজি/ডোজ; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে।
প্রাপ্ত বয়স্ক: মুখে : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. আই এম : ৫-১০ মি.গ্ৰা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্ৰা. শল্য চিকিৎসাজনিত বমি
প্রাপ্ত বয়স্ক :আই এম : ৫-১০ মি.গ্রা. (চিকিৎসা শুরুর ১-২ ঘন্টা পূর্বে), প্রয়োজন হলে পুনর্বার দিতে হবে। মানসিক চিকিৎসায় শিশু : ২-১২ বছর (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়) মুখে : ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার; দৈনিক সর্বোচ্চ ২০ মি.গ্ৰা. (২-৫ বছর বয়সী বাচ্চাদের) এবং ২৫ মি.গ্রা. (৬-১২ বছর বয়সী বাচ্চাদের) আই এম: ০.১৩ মি.গ্রা./কেজি/ ডোজ; যত দ্রুত সম্ভব মখে খাওয়ার ওষধে চলে যেতে হবে। প্রাপ্ত বয়স্ক : মুখে : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার;মারাত্মক ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ১৫০ মি.গ্রা. প্রয়োজন হতে পারে।
আই এম: মারাত্মক ক্ষেত্রে ১০-২০ মি.গ্রা. প্রতি ৪-৬ ঘন্টা অন্তর; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে। সাধারণ উদ্বেগ প্রাপ্ত বয়স্ক
মুখে : সাধারণ মাত্রা- দৈনিক ১৫-২০ মি.গ্রা. বিভক্ত মাত্রায়। দৈনিক ২০ মি.গ্রা. এর বেশি অথবা ১২ সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয়।
বৃদ্ধ : প্রাথমিক মাত্রা- ২.৫-৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার;প্রতি ৪-৭ দিন অŠর, দৈনিক ২.৫-৫ মি.গ্রা. মাত্রা বৃদ্ধি করা যেতে পারে; কার্যকারিতা বেশি পেতে বা পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে দৈনিক মাত্রার বিরতিকাল বাড়াতে হবে (যেমন- দৈনিক ২-৩ বার)। প্রয়োগ মুখে, আই এম দেয়া যেতে পারে। খাবারের সাথে কোন সম্পর্ক নেই।
নির্দেশনা: প্রোক্লোরপেরাজিন অথবা এর সদৃশ কোন উপাদানের প্রতি অতি মাত্রায় প্রতিক্রিয়াশীল হলে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
ঘুম ঘুম ভাব চোয়াল, গলা, পিছনের পেশী সংকুচিত হওয়া অস্বাভাবিক জিহ্বা, মুখমন্ডল নড়াচড়া, ধীর গতিতে কথা বলা, অথবা কথা বলতে কষ্ট হওয়া, গিলতে কষ্ট হওয়া, অস্থিরতা, কাঁপুনি, এলোমেলো হাঁটা, চামড়ায় ফুসকুড়ি ওঠা, হলদেটে চোখ অথবা চামড়া
ভারগন এর দাম
ভারগন ট্যাবলেট প্রতি পিসের দামঃ০.৪৬ টাকা
Tag:-ভারগন এর কাজ কি | Vergon খাওয়ার নিয়ম | ভারগন এর দাম কত