Codex Syrup এর কাজ কি | Codex Syrup খাওয়ার নিয়ম | Codex Syrup এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Codex Syrup এর কাজ কি - Codex Syrup এর ব্যবহার - Codex Syrup দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Codex Syrup এর কাজ কি - Codex Syrup এর ব্যবহার - Codex Syrup দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Codex Syrup এর কাজ কি - Codex Syrup এর ব্যবহার - Codex Syrup দাম
Codex Syrup এর কাজ কি
Codex Syrup নিউমোনিয়া, হাঁচি, নাক দিয়ে পানি পরা, পুঞ্জিভূত কফ সহ শ্বাসতন্ত্রের উপরের অংশের ব্যাধির, লক্ষণসমূহের উপশমে নির্দেশিত।
Codex সিরাপ খাওয়ার নিয়ম
Codex Syrup প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী শিশুরা: ২ চা চামচ প্রতিদিন তিনবার ৬-১২ বছর বয়সের মধ্যে: ১ চা চামচ প্রতিদিন তিনবার ২-৫ বছর বয়সের মধ্যে : ½ চা চামচ প্রতিদিন তিনবার, বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমন অথবা উত্তেজনা, ঘনঘন তন্দ্রাচ্ছন্নতা হতে পারে। ঘুমের ব্যাঘাত এবং কদাচিৎ দৃষ্টিভ্রম দেখা দিতে পারে।
চামড়ার ফুসকুড়ি, ট্যাকিকার্ডিয়া, কখনো কখনো মুখ,নাক ও গলার শুষ্কতা দেখা দিতে পারে। পুরুষ রোগীরা স্যুডোএফিড্রিন সেবনে মূত্রত্যাগে অক্ষমতা হতে পারে, এক্ষেত্রে প্রোস্টেট এর বৃদ্ধি অতিশয় গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।
Codex Syrup এর দাম কত
Codex Syrup 100ml প্রতি পিসের দামঃ ৫০.০০ টাকা
Tag:-Codex Syrup এর কাজ কি | Codex Syrup খাওয়ার নিয়ম | Codex Syrup এর দাম