Iventi 400 কিসের ঔষধ | ইভেন্টি খাওয়ার নিয়ম | Iventi এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Iventi ট্যাবলেট এর কাজ কি - Iventi ট্যাবলেট এর ব্যবহার - Iventi ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Iventi ট্যাবলেট এর কাজ কি - Iventi ট্যাবলেট এর ব্যবহার - Iventi ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Iventi ট্যাবলেট এর কাজ কি - Iventi ট্যাবলেট এর ব্যবহার - Iventi ট্যাবলেট দাম
Iventi 400 কিসের ঔষধ
Iventi ট্যাবলেট প্রাপ্ত বয়স্ক (ক্ত ১৮ বছর) ব্যক্তিদের ক্ষেত্রে সংক্রমণ ঘটাতে পারে এমন সংবেদনশীল জীবাণুগুলোর মাধ্যমে সংঘঠিত নিম্নলিখিত উপসর্গে মক্সিফক্সাসিন নির্দেশিত- ব্যাকটেরিয়াল সাইনুসাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ত্বক ও ত্বকের গঠনতন্ত্রে সংক্রমণ জটিল পেটের সংক্রমণ
ইভেন্টি খাওয়ার নিয়ম
Iventi ট্যাবলেট তীব্র ব্যাকটেরিয়াল সাইনুসাইটিস: ৪০০ মিঃগ্রাঃ দিনে ১ বার, সেবন কাল ৭-১০ দিন ক্রনিক ব্রংকাইটিস এর হঠাৎ বৃদ্ধিতে: ৪০০ মিঃগ্রাঃ দিনে ১ বার, সেবন কাল ৫-১০ দিন কমিউনিটি এ্যাকুয়ার্ড নিউমোনিয়া: ৪০০ মিঃগ্রাঃ দিনে ১বার, সেবন কাল ৭-১৪ দিন ত্বক ও নরম কলার অজটিল সংক্রমণ: ৪০০ মিঃগ্রাঃ দিনে, সেবন কাল ১ বার ৭ দিন
ত্বক ও নরম কলার জটিল সংক্রমণ: ৪০০ মিঃগ্রাঃ দিনে ১ বার, সেবন কাল ৭-২১ দিন জটিল ইন্ট্রা-অ্যাবডোমিনাল সংক্রমণ: ৪০০ মিঃগ্রাঃদিনে ১ বার, সেবন কাল ৫-১৪ দিন পেলভিক ইনফ্লামেটরি রোগ: ৪০০ মিঃগ্রাঃ দিনে ১ বার,সেবন কাল ১৪ দিন।বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে।
ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণপার্শ্ব প্রতিক্রিয়ার (১%) মধ্যে রয়েছে মাথাধরা, বমি, ডায়রিয়া, কোষ্টকাঠিন্য, পেট ব্যথা, ঝিমুনিভাব এবং নির্ঘুম। কিছু ক্ষেত্রে (০.১ থেকে <১%) রক্তে শ্বেত রক্ত কনিকার অভাব, বুক ধড়ফড় করা, হৃদ স্পন্দনের অস্বাভাবিক বৃদ্ধি, হৃদস্পন্দনের হ্রাস, মাথা ঘোরা,টিনিটাস (কানের মধ্যে শব্দ হওয়া যা অন্যেরাও শুনতে পায়), মুখ শুষ্ক হওয়া, পাকস্থলী প্রদাহ, ইডিমা,সুস্থতাবোধ, রক্তে গুকোজের আধিক্য, ক্ষুধামন্দা,রক্তে লিপিডের আধিক্য, রক্তে গ্লুকোজের স্বল্পতা,পানি স্বল্পতা, পিঠে ব্যথা, সন্ধিতে ব্যথা ইত্যাদি।
Iventi এর দাম
Iventi 400 ট্যাবলেট প্রতি পিসের দামঃ৫০.০০ টাকা
সাবধান !!
অ্যান্টিবায়োটিক সতর্কতা
শুধুমাত্র বি,এম,ডি,সি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপশান মোতাবেক এন্টিবায়োটিক ওষুধ সেবন, ব্যাবহার অথবা বিক্রি করতে হবে। রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশান মোতাবেক এন্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স সম্পন্ন করতে হবে এবং নির্দেশিত মাত্রার ওষুধ, নির্দিষ্ট দিন পর্যন্ত সেবন করতে হবে।
Tag:-Iventi 400 কিসের ঔষধ | ইভেন্টি খাওয়ার নিয়ম | Iventi এর দাম