Napro-A Plus 375 / 500 এর কাজ কি | ন্যাপ্রো-এ প্লাস খাওয়ার নিয়ম | Napro-A Plus এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Napro-A Plus ট্যাবলেট এর কাজ কি - Napro-A Plus ট্যাবলেট এর ব্যবহার - Napro-A Plus ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Napro-A Plus ট্যাবলেট এর কাজ কি - Napro-A Plus ট্যাবলেট এর ব্যবহার - Napro-A Plus ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Napro-A Plus ট্যাবলেট এর কাজ কি - Napro-A Plus ট্যাবলেট এর ব্যবহার - Napro-A Plus ট্যাবলেট দাম
Napro-A Plus এর কাজ কি
Napro-A Plus ট্যাবলেট অস্টিওআথ্রাইটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এবং স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও উপসর্গ নিরসনে এটি নির্দেশিত।
নেপ্রো-এ প্লাস খাওয়ার নিয়ম
Napro-A Plus ট্যাবলেট অস্টিওআথ্রাইটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস,অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এবং ডিজমেনোরিয়া: Esomeprazole + Naproxen, ১টি ট্যাবলেট দিনে ২ বার। ট্যাবলেটটি ভাঙ্গা, চোষা, চিবানো অথবা দ্রবীভূত করা যাবে না। ট্যাবলেটটি খাবারের অন্তত ৩০ মিনিট পূর্বে সেবন করতে হবে।
রোগীদের জন্য : পরীক্ষার মাধ্যমে জানা যায় যে, যদিও সম্পূর্ণ পাজমা মাত্রা অপরিবর্তিত থাকে কিন্তু মুক্ত অংশের ন্যাপ্রোক্সেন বয়স্ক রোগীদের ক্ষেত্রে বৃদ্ধি পায়। যখন উচ্চমাত্রার সেবন প্রয়োজন তখন সাবধানতার সাথে ব্যবহার করা উচতি এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে সেবনমাত্রা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। যেহেতু বয়স্ক রোগীদের ক্ষেত্রে অন্যান্য ওষুধ ব্যবহার করা হয় সেহেতু সম্ভাব্য নিম্নতম মাত্রা ব্যবহার করা উচিত।
কিডনি সমস্যার রোগীদের ক্ষেত্রে: ন্যাপ্রোক্সেন সম্বলিত ওষুধগুলো মধ্যবর্তী থেকে উচ্চ পর্যায়ের কিডনি সমস্যার রোগীদের ক্ষেত্রে (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স <৩০ মি.লি./মিনিট) নির্দেশিত নয়। হেপাটিক সমস্যার রোগীর ক্ষেত্রে: অল্প হতে মধ্যবর্তী হেপাটিক সমস্যার রোগীদের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ করতে হবে এবং Esomeprazole + Naproxen এর ভেতর ন্যাপ্রোক্সেন এর পরিমাণ হিসেব করে মাত্রা পূনঃনির্ধারণ করতে হবে। তীব্র হেপাটিক সমস্যায় রোগীদের ক্ষেত্রে Esomeprazole + Naproxen নির্দেশিত নয় কারণ এ সকল রোগীর ক্ষেত্রে ইসোমিপ্রাজলের মাত্রা দৈনিক ২০ মি.গ্রা. এর বেশি প্রয়োগ করা যাবে না ।
শিশুদের ক্ষেত্রে:১৮ বছরের কম বয়স্ক শিশুদের ক্ষেত্রে এর ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হল, গ্যাস্ট্রাইটিস, পাতলা পায়খানা, গ্যাস্ট্রিক আলসার, পেটের উপরের অংশে ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি।
Napro-A Plus এর দাম
Napro-A Plus 500 মি.লি ট্যাবলেট প্রতি পিসের দামঃ১২.৬৫ টাকা
Napro-A Plus 375 মি.লি ট্যাবলেট প্রতি পিসের দামঃ৯.৭৭ টাকা
Tag:- Napro-A Plus 375 / 500 এর কাজ কি | ন্যাপ্রো-এ প্লাস খাওয়ার নিয়ম | Napro-A Plus এর দাম