Viglimet 50/500 এর কাজ কি | Viglimet খাওয়ার নিয়ম | Viglimet এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Viglimet ট্যাবলেট এর কাজ কি - Viglimet ট্যাবলেট এর ব্যবহার - Viglimet ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Viglimet ট্যাবলেট এর কাজ কি - Viglimet ট্যাবলেট এর ব্যবহার - Viglimet ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Viglimet ট্যাবলেট এর কাজ কি - Viglimet ট্যাবলেট এর ব্যবহার - Viglimet ট্যাবলেট দাম
Viglimet 50/500 এর কাজ কি
Viglimet ট্যাবলেট টাইপ-২ ডায়াবেটিস রোগী যাদের সর্বোচ্চ মাত্রায় মেটফরমিন ব্যবহার করেও গ্লুকোজের মাত্রা সহনশীল পর্যায় রাকা যায়নি অথবা যেসকল রোগী ভিল্ডাগ্লিপটিন এবং মেটফরমিন দ্বারা পৃথকভাবে চিকিৎসারত তাদের ক্ষেত্রে নির্দেশিত।
Viglimet খাওয়ার নিয়ম
Viglimet ট্যাবলেট প্রারম্ভিক সুপারিশকৃত সেবন মাত্রা রোগীর বর্তমান ভিল্ডাগ্লিপটিন অথবা মেটফরমিন এর মাত্রার উপর নির্ভর করে। ভিল্ডাগ্লিপটিন এর সর্বোচ্চ মাত্রা (১০০ মি.গ্রা.) অতিক্রম করা উচিত নয়।
শুধুমাত্র মেটফরমিন থেরাপী দ্বারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক সেবন মাত্রাঃ রোগীর বর্তমান মেটফরমিন মাত্রার উপর নির্ভর করে ভিল্ডাপিন প্লাস ৫০ মি.গ্রা./৫০০ মি.গ্ৰা. অথবা ৫০ মি.গ্রা./৮৫০ মি.গ্রা. দিনে ২ বার সেবন করা যেতে পারে।
আলাদা ভাবে ভিল্ডাগ্লিপটিন অথবা মেটফরমিন ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা : রোগীর বর্তমান ভিল্ডাগ্লিপটিন অথবা মেটফরমিন গ্রহণের মাত্রার উপর নির্ভর করে ভিল্ডাপিন প্লাস ৫০মি.গ্রা./৫০০ মি.গ্রা. অথবা ভিল্ডাপিন প্লাস ৫০ মি.গ্রা./৮৫০মি.গ্রা. শুরু করা যেতে পারে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
ভিল্ডাগ্লিপটিন এবং মেটফরমিন ব্যবহারে যেসব সমস্যা দেখা যায় তার মধ্যে অন্যতম হলো ল্যাকলিক এসিডোসিস। কিছু ক্ষেত্রে লিভার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ডায়রিয়া, বমিবমি ভাব, বদ হজম, বা তার অধিক সময় চিকিৎসায় অতিরিক্ত সতর্কতা মাথাব্যাথা, হাইপোগ্লাসেমিয়া, অবসন্বতা প্ৰভৃতি দেখা দেয়। ভিল্ডাগ্লিপটিন এবং মেটাফরমিন দ্বারা ২ বছর অবলম্বনের প্রয়োজন নেই।
Viglimet এর দাম
Viglimet ট্যাবলেট প্রতি পিসের দামঃ২০.০০ টাকা
Tag:-Viglimet 50/500 এর কাজ কি | Viglimet খাওয়ার নিয়ম | Viglimet এর দাম