Oraf Capsul এর কাজ কি | Oraf ক্যাপসুল খাওয়ার নিয়ম | Oraf capsul এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Oraf ক্যাপসুল এর কাজ কি - Oraf ক্যাপসুল ব্যবহার - Oraf ক্যাপসুল দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Oraf ক্যাপসুল এর কাজ কি - Oraf ক্যাপসুল এর ব্যবহার - Oraf ক্যাপসুল দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Oraf ক্যাপসুল এর কাজ কি - Oraf ক্যাপসুল এর ব্যবহার - Oraf ক্যাপসুল দাম
Oraf Capsul এর কাজ কি
Oraf ক্যাপসুল শরীরের বিভন্ন জায়গায় যেমন যো*নি, ত্বক, মুখ ও মুখ গহ্বর, ফুসফুসে সাধারণত ছত্রাকের সংক্রমণে ব্যবহৃত হয়।
তীব্র অথবা পুনরাক্রমণজনিত ভে*জাইনাল ক্যানডিডিয়াসিস, মিউকোজাল ক্যানডিডিয়াসিস, সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাস সংক্রমণে (মেনিনজাইটিস সহ) ব্যবহৃত হয়
Oraf ক্যাপসুল খাওয়ার নিয়ম
Oraf ক্যাপসুল তীব্র অথবা পুনরাক্রমণজনিত ভেজাইনাল ক্যানডিডিয়াসিস-১৫০ মি.গ্রা. একক মাত্রায় সেব্য। মিউকোজাল ক্যানডিডিয়াসিসে (ভেজাইনাল ব্যতীত): দৈনিক ৫০ মি.গ্রা. হিসাবে (জটিল সংক্রমণে দৈনিক ১০০ মি.গ্রা.), অরোফেরিনজিয়াল ক্যানডিডিয়াসিস এ ৭ থেকে ১৪ দিন। ইসোফেগাইটিস এবং ক্যানডিডুরিয়াতে ১৪ থেকে ৩০ দিন।
সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাল সংক্রমণে (মেনিনজাইটিস সহ) : প্রথমত ৪০০ মি.গ্রা. এবং পরে ২০০ মি.গ্রা. দৈনিক, প্রয়োজনে মাত্রা বাড়িয়ে দৈনিক ৪০০ মি. গ্রা. হিসাবে দেয়া যেতে পারে। ওষুধের প্রতিক্রিয়ার উপরে চিকিৎসা চালিয়ে যাওয়া নির্ভর করবে। ১ বছরের উপরের বাচ্চাদের জন্য: সুপারফিসিয়াল ক্যানডিডা সংক্রমণে- দৈনিক ১-২ মি. গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে দিতে হবে।
সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাল সংক্রমণে- দৈনিক ৩-৬ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে দিতে হবে। তীব্র সংক্রমণে যেখানে জীবনাশংকা দেখা দিতে পারে বেসেত্র ৫-১৩ বছরের বাচ্চাদের দৈনিক ১২ মি.গ্রা./কেজি দৈহিক ওজনে সর্বোচ্চ ৪০০ মি.গ্রা. পর্যন্ত দেয়া যেতে পারে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন
পার্শ্ব প্রতিক্রিয়া
বমি বমি ভাব, পাকস্থলীর অস্বাচ্ছন্দতা, ডায়রিয়া, পাকস্থলীতে বাতাস জমা, মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা, খুম কম ক্ষেত্রে ফুসকুড়ি, এনজিওইডিমা এবং এনাফাইলেক্সিস দেখা দিতে পারে।
Oraf capsul এর দাম
Oraf ক্যাপসুল প্রতি পিসের দামঃ২০.০৬ টাকা
Tag:-Oraf Capsul এর কাজ কি | Oraf ক্যাপসুল খাওয়ার নিয়ম | Oraf capsul এর দাম