Ubilon 2.5mg এর কাজ কি | ইউবিলন খাওয়ার নিয়ম | Ubilon 2.5 এর দাম কত
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Ubilon ট্যাবলেট এর কাজ কি - Ubilon ট্যাবলেট এর ব্যবহার - Ubilon ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Ubilon ট্যাবলেট এর কাজ কি - Ubilon ট্যাবলেট এর ব্যবহার - Ubilon ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Ubilon ট্যাবলেট এর কাজ কি - Ubilon ট্যাবলেট এর ব্যবহার - Ubilon ট্যাবলেট দাম।
Ubilon 2.5mg এর কাজ কি
Ubilon ট্যাবলেট স্বাভাবিক অথবা কৃত্রিম মেনোপোজের লক্ষণসমূহের চিকিৎসা মেনোপোেজ পরবর্তী অস্টিওপোরোসিস এবং হাড় ক্ষয়ের ঝুকি আছে এমন রোগী যদি অস্থিয় প্রতিরোধক অন্যান্য ওষুধ সেবনে অপারগ হয়
ইউবিলন খাওয়ার নিয়ম
Ubilon ট্যাবলেট স্বাভাবিক অথবা কৃত্রিম মেনোপোজের লক্ষণসমূহের চিকিৎসায় প্রতিদিন ২.৫ মি.গ্রা.। মেনোপোজ পরবর্তী অস্থিয় রোধ অনুমোদিত মাত্রা: ২.৫ মি.গ্রা. প্রতিদিন। প্রতিদিন একই সময়ে ওষুধ সেবন প্রযোজ্য। ওষুধ শুরু করার কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষণসমূহের উন্নতি পরিলক্ষিত হয়।
অবশ্য সম্পূর্ণ সুফল পেতে হলে অন্তত ৩ মাসব্যাপী ওষুধ চালিয়ে যেতে হবে। চিকিৎসার লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বল্পতম সময়ের জন্য টিবোলন সেব্য। ছয় মাসের অধিক সময়ব্যাপী চিকিৎসার ক্ষেত্রে প্রত্যাশিত সুফল ও ঝুঁকির মাত্রা বিবেচনাপূর্বক চিকিৎসা চালিয়ে যেতে হবে। টিবোলন আরম্ভ করার সময় লক্ষণীয় স্বাভাবিক মেনোপোজ হয়েছে এমন মহিলাদের ক্ষেত্রে শেষবার মাসিকের অন্তত ১২ মাস পর টিবোলন শুরু করতে হবে।
সার্জারীজনিত মেনোপজের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব টিবোলন শুরু করতে হবে। কম্বাইন্ড অথবা শুধুমাত্র ইস্ট্রোজেন নির্ভর এইচ আর টি এর ক্ষেত্রে শুধুমাত্র ইস্ট্রোজেন পিল হতে পরিবর্তনের ক্ষেত্রে একবার উইথড্রয়াল বি-ডিং এর পর টিবোলন শুরু করতে হবে। সিকোয়েন্সিয়াল এইচ টি হতে পরিবর্তনের ক্ষেত্রে প্রোজেস্টোজেন ফেইজ শেষ হবার পর টিবোলন শুরু করতে হবে। কন্টিনিউয়াস কম্বাইন্ড এইচ টি হতে পরিবর্তনের ক্ষেত্রে যেকোন সময় টিবোলন শুরু করা যেতে পারে। সেক্ষেত্রে কোন প্রকার অস্বাভাবিক মাসিক হলে টিবোলন শুরুর পূর্বে এর যথাযথ কারণ নির্ণয় প্রয়োজন।
ট্যাবলেট সেবন বাদ পড়লে ১২ ঘন্টা অতিক্রম না করলে মনে পড়ার সাথে সাথে ওষুধ সেবন করতে হবে। অন্যথায় পরবর্তীতে পূর্বের মাত্রা যথানিয়মে চালিয়ে যেতে হবে। প্রতি নির্দেশনা: গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়, জ্ঞাত অথবা সন্দেহজনক স্তনের টিউমার, জ্ঞাত অথবা সন্দেজনক ইস্ট্রোজেন নির্ভর ম্যালিগন্যান্ট টিউমার, অনির্ণিত জেনিটাল বি-ডিং, এন্ডোমেট্রিয়াল হাইপারপ-াসিয়ার চিকিৎসা না করা হলে, ইতিহাস আছে অথবা বর্তমান ভেনাস থ্রম্বোএম্বোলিজম, যেকোন আর্টারিয়াল থ্রম্বোএম্বোলিক রোগের ইতিহাস থাকলে, যকৃতের মারাত্মক রোগসমূহ এবং পোর্ফাইরিয়া।
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
পরিপাকতন্ত্রের উপসর্গ যেমন পেটে ব্যথা, ত্বকের উপসর্গ যেমন- চুলের অস্বাভাবিক বৃদ্ধি, ব্রন, প্রজননতন্ত্র এবং স্তনের উপসর্গ যেমন- স্রাব, এন্ডোমেট্রিয়াল হাইপারট্রফি, মেনোেপােজ পরবর্তী মাসিক, স্তনের ব্যথা, যোনীপথে ছত্রাকের সংক্রমণ,জ্বালা পোড়া, চুলকানি ইত্যাদি
Ubilon 2.5 এর দাম কত
Ubilon ট্যাবলেট প্রতি পিসের দামঃ২০.০০ টাকা
Tag:-Ubilon 2.5mg এর কাজ কি | ইউবিলন খাওয়ার নিয়ম | Ubilon 2.5 এর দাম কত