B-50 Forte Tablet এর কাজ কি | B-50 Forte খাওয়ার নিয়ম | B-50 Forte এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের B-50 Forte Tablet এর কাজ কি - B-50 Forte Tablet এর ব্যবহার - B-50 Forte Tablet দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি B-50 Forte Tablet এর কাজ কি - B-50 Forte Tablet এর ব্যবহার - B-50 Forte Tablet দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই B-50 Forte Tablet এর কাজ কি - B-50 Forte Tablet এর ব্যবহার - B-50 Forte Tablet দাম
B-50 Forte Tablet এর কাজ কি
B-50 Forte Tablet মুখে, ঠোঁটে অথবা জিহবায় ঘা, বেরিবেরি, এবং স্নায়ু প্রদাহ, শিশুদের প্রারম্ভিক জীবনের স্বাস্থ্য এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ, বয়স্কদেরক্ষুধামন্দা, বি ভিটামিনের অভাব পূরণে, বিশেষতঃ গর্ভাবস্থায়, স্তন্যদানকালে অথবা নির্দিষ্ট খাবার গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে ঘাটতি দেখা দিলে ব্যবহার্য।
B-50 Forte খাওয়ার নিয়ম
B-50 Forte ট্যাবলেট/ক্যাপসুল : ১-২টি দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
সিরাপ : দিনে ২-৩ চা চামচ।
ইঞ্জেকশন : কেবলমাত্র মাংসপেশীতে বা শিরায় ব্যবহারের জন্য, ২ মি.লি. দিনে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
কিছু ক্ষেত্রে এলার্জিক বিক্রিয়া দেখা দিতে পারে
B-50 Forte এর দাম
B-50 Forte Tablet প্রতি পিসের দামঃ০.৫১ টাকা
Tag:-B-50 Forte Tablet এর কাজ কি | B-50 Forte খাওয়ার নিয়ম | B-50 Forte এর দাম