Balancia 500 এর কাজ কি | ব্যালেনসিয়া খাওয়ার নিয়ম | Balancia এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Balancia ট্যাবলেট এর কাজ কি - Balancia ট্যাবলেট এর ব্যবহার - Balancia ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Balancia ট্যাবলেট এর কাজ কি - Balancia ট্যাবলেট এর ব্যবহার - Balancia ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Balancia ট্যাবলেট এর কাজ কি - Balancia ট্যাবলেট এর ব্যবহার - Balancia ট্যাবলেট দাম
Balancia 500 এর কাজ কি
Balancia ট্যাবলেট মস্তিস্কের বিভিন্ন সমস্যা যেমন স্ট্রোক, পারকিনসন্স ডিজিঞ্জ, আলজেইমার ডিজিজ ইত্যাদি।
ব্যালেনসিয়া খাওয়ার নিয়ম
Balancia ট্যাবলেট মুখে সেব্য :রক্ত জমাটের কারণে স্ট্রোকের দ্রুত চিকিৎসায় (ইকিমিক স্ট্রোক): ৫০০-২০০০ মি.গ্রা. সিটিকোলিন প্রতিদিন, স্ট্রোকে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করতে হবে।
স্ট্রোকের কারণে চিন্তা ও দক্ষতার হ্রাস ঘটলে : ১০০০-২০০০ মি.গ্রা. সিটিকোলিন প্রতিদিন।
মস্তিষ্কের রক্তক্ষরণের রোগীর ক্ষেত্রে: ১০০০ মি.গ্ৰা. বিভক্ত ডোজে খাওয়ার সাথে অথবা খাওয়ার মাঝে প্রতিদিন।
ইঞ্জেকশন:প্রতিদিন ১ থেকে ২ টি ইনজেকশন সেব্য তীব্রতা অনুযায়ী ডোজ সামঞ্জস্য করতে হবে ইন্ট্রামাসকুলার (আই.এম), বা ইনট্রাভেনাস (আইভি) [৩ থেকে ৫ মিনিট] রুটের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া:ডায়রিয়া, মাথা ব্যথা, উচ্চ ও নিম্ন রক্তচাপ, বমি ভাব, ঘুমের ব্যাঘাত ইত্যাদি।
Balancia এর দাম
Balancia ট্যাবলেট প্রতি পিসের দামঃ৫০.০০ টাকা
Tag:- Balancia 500 এর কাজ কি | ব্যালেনসিয়া খাওয়ার নিয়ম | Balancia এর দাম