Unifarin 2 এর কাজ কি | ইউনিফারিন ২ খাওয়ার নিয়ম | Unifarin 2 এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Unifarin ট্যাবলেট এর কাজ কি - Unifarin ট্যাবলেট এর ব্যবহার - Unifarin ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Unifarin ট্যাবলেট এর কাজ কি - Unifarin ট্যাবলেট এর ব্যবহার - Unifarin ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Unifarin ট্যাবলেট এর কাজ কি - Unifarin ট্যাবলেট এর ব্যবহার - Unifarin ট্যাবলেট দাম
Unifarin 2 এর কাজ কি
Unifarin ট্যাবলেট বিভিন্ন রোগের কারনে রক্ত নালিতে সৃষ্ট রক্ত জমাট বাধা প্রতিরোধে ও চিকিৎসায় এটি ব্যাবহার করা হয়।
ইউনিফারিন খাওয়ার নিয়ম
Unifarin ট্যাবলেট প্রাথমিকভাবে যখনই সম্ভব তখনই বেসলাইন প্রোথ্রম্বিন টাইম নির্ধারন করা প্রয়োজন, তবে তার জন্য প্রাথমিক মাত্রা গ্রহণ বিলম্বিত করা উচিত নয়।
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: ওয়ারফারিন-এর প্রাথমিক মাত্রা দৈনিক ১০ মিগ্রা করে দুই দিন। পরবর্তীতে মেইন্টেন্যান্স মাত্রা প্রোথ্রম্বিন টাইম যা আই.এন.আর. (ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও) হিসেবে প্রকাশ করা হয়, এর ওপর নির্ভর করে।
পরবর্তীতে মেইন্টেন্যান্স যাত্রা সাধারণতঃ ৩ থেকে ৯ মি.গ্রা. দৈনিক যা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে গ্রহনকরা হয়।
মেইন্টেন্যান্স মাত্রা প্রয়োগ স্থগিত রাখা হয় যখন েপ্রথ্রম্বিন টাইম অত্যধিক প্রলম্বিত হয়। একবার
মেইন্টেন্যান্স মাত্রা নির্ধারন হয়ে গেলে তা সাধারণতঃ
পরিবর্তন করার প্রয়োজন হয়না। জরুরী ক্ষেত্রে
এন্টিকোয়াগুলেন্ট থেরাপী হেপারিন এবং ওয়ারফারিন
একত্রে প্রয়োগের মাধ্যমে শুরু করা উচিত। যেখানে
প্রয়োজনটা অতি জরুরী নয় যেমন
থ্রম্বোএম্বোলাইজম-এর সম্ভাবনা অথবা ঝুঁকি রয়েছেসেক্ষেত্রে শুধুমাত্র ওয়ারফারিন এর সাহায্যে চিকিৎসা
শুরু করা যেতে পারে। নিয়মিত বিরতিতে কন্ট্রোল টেস্টকরতে হবে ও ওয়ারফারিন-এর মাত্রা পুনঃনির্ধারনকরতে হবে টেস্ট-এর ফলাফলের ওপর ভিত্তি করে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৮ বছরের নীচে বাচ্চাদের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। তথাপি শিশুদের ক্ষেত্রে ব্যবহারের নজির রয়েছে এবং প্রাথমিক মাত্রা সাধারণতঃ ০.১ মি.গ্রা./কেজি/দিন যা পরবর্তীতে প্রাপ্ত বয়স্কদের অনুরূপ আই.এন.আর. অর্জনের লক্ষ্যে নির্ধারিত হয়ে থাকে।
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ নাক ও মাড়ি থেকে সহজে রক্তপাত হতে পারে, মাসিকে ভারী রক্তপাত হতে পারে);
ক্ষত থেকে রক্তপাত,
মাথাব্যাথা, মাথা ঘোরা, দুর্বলতা,
লাল, গোলাপী বা বাদামী রঙের প্রস্রাব;
রক্তাক্ত বা লাল রঙের মল, কফি রঙের বমি, কাশির সাথে রক্ত যাওজাওয় ডায়রিয়া।
বমি বমি ভাব এবং বমি।
জ্বর।
ফুসকুড়ি।
বেগুনি পায়ের আঙ্গুল।
চুল পড়া।
লিভার রোগ।
ত্বক এবং চোখ হলুদ (জন্ডিস) ইত্যাদি হতে পারে।
Unifarin এর দাম
Unifarin ট্যাবলেট ২ প্রতি পিসের দামঃ২.০০ টাকা
Tag:- Unifarin 2 এর কাজ কি | ইউনিফারিন ২ খাওয়ার নিয়ম | Unifarin 2 এর দাম