Unirab 20 এর কাজ কি | ইউনির্যাব খাওয়ার নিয়ম | Unirab 20 এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Unirab ট্যাবলেট এর কাজ কি - Unirab ট্যাবলেট এর ব্যবহার - Unirab ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Unirab ট্যাবলেট এর কাজ কি - Unirab ট্যাবলেট এর ব্যবহার - Unirab ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Unirab ট্যাবলেট এর কাজ কি - Unirab ট্যাবলেট এর ব্যবহার - Unirab ট্যাবলেট দাম
Unirab 20 এর কাজ কি
Unirab ট্যাবলেট পেপটিক আলসার এবং ইরোসিভ অথবা আলসারেটিভ গ্যাসট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর স্বল্পকালীন চিকিৎসার জন্য।
দিবা ও রাত্রিকালীন বুকজ্বালা এবং অত্যাধিক গ্যাস্ট্রিক এসিড নিঃসরণ জনিত জটিলতা দমনে নির্দেশিত।
ইউনির্যাব খাওয়ার নিয়ম
Unirab ট্যাবলেট Rabeprazole ক্যাপসুল না ভেঙ্গে পুরোটাই একবারে সেবন করতে হবে। Rabeprazole ক্যাপসুল খাবারের সাথে বা আলাদাভাবে সেবন করা যেতে পারে। ইরোসিভ অথবা আলসারজনিত গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স
রোগের নিরাময়েঃদৈনিক ১টি করে প্রম্পটন ক্যাপসুল ৪-৮ সপ্তাহ সেবন করতে হবে। ৮ সপ্তাহ পর সম্পূর্ণভাবে রোগ নিরাময় না হলে আরও ৮ সপ্তাহ সেবন করতে হবে। ইরোসিভ অথবা আলসারজনিত গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগের নিরাময়কে নিয়ন্ত্রণে রাখতেঃ দৈনিক ১টি করে প্রম্পটন ক্যাপসুল। উপসর্গযুক্ত গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগের চিকিৎসায় দৈনিক ১টি করে প্রম্পটন ক্যাপসুল ৪ সপ্তাহ সেবন করতে হবে। ৪ সপ্তাহ পর নিরাময় না হলে আরও ৪ সপ্তাহ সেবন করতে হবে।
ডিওডেনাল আলসার নিরাময়েঃদৈনিক ১টি করে প্রম্পটন ক্যাপসুল ৪ সপ্তাহ সকালের খাবারের পর সেবন করতে হবে। সাধারনত অধিকাংশ রোগীরই ৪ সপ্তাহ পর আলসার নিরাময় হয়। কিন্তু ৪ সপ্তাহ পর নিরাময় না হলে আরও ৪ সপ্তাহ সেবন করতে হবে। প্যাথলজিকাল অতিরিক্ত এসিড নিঃসরণ যেমন- জলিঞ্জার-ইলিসন সিনড্রোম এর চিকিৎসায় প্যাথলজিকাল অতিরিক্ত এসিড নিঃসরনে রেবিপ্রাজল দৈনিক ৬০ মিগ্রা সেবন করতে হবে। দৈনিক মাত্রা রোগের তীব্রতা অনুসারে নির্ধারন করতে হবে এবং নিরাময় না হওয়া পর্যন্ত সেবন করতে হবে। তবে মোট দৈনিক মাত্রা, বিভক্ত মাত্রায় সেবন করতে হবে। জলিঞ্জার-ইলিসন সিনড্রোমের রোগীর ক্ষেত্রে Rabeprazole ক্যাপসুল ১ বছর পর্যন্ত সেবন করা যেতে পারে। ১২ বছর বয়সী কিশোর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে উপসর্গযুক্ত গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগের স্বল্পমেয়াদী চিকিৎসায় দৈনিক ১টি করে Rabeprazole ক্যাপসুল সর্বোচ্চ ৮ সপ্তাহ সেবন করতে হবে।
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
র্যাবেপ্রাজল সোডিয়াম কিছু কিছু ক্ষেত্রে মাথাব্যথা, ডায়রিয়া, পাকস্থলীর পীড়া, কোষ্ঠ্যকাঠিন্য, মুখগহ্বরের শুষ্কতা, ক্ষুধা বৃদ্ধি বা কমে যাওয়া, মাংসপেশীর ব্যথা, ঘুম ঘুমভাব এবং ঝিমানো অনুভূত হতে পারে।
Unirab 20 এর দাম
Unirab ট্যাবলেট প্রতি পিসের দামঃ৫.০০ টাকা
Tag:- Unirab 20 এর কাজ কি | ইউনির্যাব খাওয়ার নিয়ম | Unirab 20 এর দাম