Urtizin সিরাপ এর কাজ কি | আর্টিজিন খাওয়ার নিয়ম | Urtizin Syrup এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Urtizin সিরাপ এর কাজ কি - Urtizin সিরাপ এর ব্যবহার - Urtizin সিরাপ দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Urtizin সিরাপ এর কাজ কি - Urtizin সিরাপ এর ব্যবহার - Urtizin সিরাপ দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Urtizin সিরাপ এর কাজ কি - Urtizin সিরাপ এর ব্যবহার - Urtizin সিরাপ দাম
Urtizin সিরাপ এর কাজ কি
Urtizin সিরাপ একজিমাতে চুলকানি নিরাময়ে, এলারজি জনিত সংক্রমণে এবং দুশ্চিন্তায় এটা ব্যাবহার করা হয়।
আর্টিজিন খাওয়ার নিয়ম
Urtizin সিরাপ দুশ্চিন্তা ও টেনশনের সিম্পটোমেটিক রিলিফের জন্য-প্রাপ্ত বয়স্ক: ৫০-১০০ মি.গ্রা. দৈনিক ৪ বার।
শিশু (≥৬ বছর): দৈনিক ৫০-১০০ মি.গ্রা. (৫-১০ চা-চামচ) বিভক্ত মাত্রায়। শিশু (<৬ বছর): দৈনিক ৫০ মি.গ্রা. (৫ চা-চামচ)বিভক্ত মাত্রায়।
এলার্জি জনিত চুলকানি-
• প্রাপ্ত বয়স্ক: ২৫ মি.গ্রা. দৈনিক ৩ থেকে ৪ বার। শিশু (≥৬ বছর): দৈনিক ৫০-১০০ মি.গ্রা. (৫-১০চা-চামচ) বিভক্ত মাতা৷
• শিশু (৬ বছর): দৈনিক ৫০ মি.গ্রা. ৫ চা-চামচ) বিভক্ত মাত্রায়।
সিডেটিভ হিসাবে (প্রিমেডিকেশন এবং জেনারেল এনেস্থেসিয়া পরবর্তীতে)-
• বার বক্ষ ৫০-১০০ মি.গ্রা.।
শিশু:দৈহিক দৃশ্যের ০.৬ মি.গ্রা. মি.গ্ৰা.হিসাবে।
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
ইংরেজি
অন্যান্য ব্র্যান্ড
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃমাথা ব্যাথা।
শুষ্ক মুখ।
দুর্বলতা, ক্লান্ত, বা সাধারণত অসুস্থ বোধ।
মাথা ঘোরা।
কোষ্ঠকাঠিন্য। বমি বমি ভাব এবং বমি।
অনিদ্রা।
বিভ্রান্তি।
দৃষ্টিবিভ্রম
ঝাপসা দৃষ্টি । প্রস্রাবে ক্ষণস্থায়ী অসুবিধা ।
হার্ট রেট বৃদ্ধি।
অনিয়মিত হার্ট রেট।
নিম্ন রক্তচাপ।
শ্বাস প্রশ্বাসে সমস্যাস
কাঁপুনি।
খিঁচুনি।
Urtizin Syrup এর দাম
Urtizin সিরাপ প্রতি পিসের দামঃ২০.০০ টাকা
Tag:- Urtizin সিরাপ এর কাজ কি | আর্টিজিন খাওয়ার নিয়ম | Urtizin Syrup এর দাম