Betameson Ointment এর কাজ কি | বেটামেসন Ointment ব্যবহারের নিয়ম | Betameson Ointment এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Betameson Ointment এর কাজ কি - Betameson Ointment এর ব্যবহার - Betameson Ointment দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Betameson Ointment এর কাজ কি - Betameson Ointment এর ব্যবহার - Betameson Ointment দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Betameson Ointment এর কাজ কি - Betameson Ointment এর ব্যবহার - Betameson Ointment দাম
Betameson Ointment এর কাজ কি
Betameson Ointment একজিমা, কন্টাক্ট ডার্মাটাইটিস, নিউরোডার্মাটাইটিস, সোরিয়াসিস।
বেটামেসন Ointment ব্যবহারের নিয়ম
Betameson Ointment আক্রান্ত স্থানে সম্পূর্ণরূপে প্রতিদিন একবার হতে দুইবার ব্যবহার করতে হবে। যেসব রোগীরা দীর্ঘদিন যাবৎ সোরিয়াসিস রোগে আক্রান্ত এবং যাদের ইতোমধ্যে বিটামিথাসন ডাইপ্রোপিওনেট ক্রীম এবং অয়েন্টমেন্ট ব্যবহারে অবস্থার উন্নতি হয়েছে (যেমন- শতকরা ৮০ ভাগ উন্নতি), তারা যেন আবার সোরিয়াসিসে আক্রান্ত না হয় সেজন্য পুনরায় পরপর তিনবার প্রয়োগ করতে হবে (প্রতি সপ্তাহে এক বার আক্রান্ত স্থানে ১২ ঘন্টা অন্তর)। লক্ষ্য রাখতে হবে যেন এর মাত্রা ৩.৫ গ্রামের বেশি না হয়। বিটামিথাসন ডাইপ্রোপিওনেট ক্রীম এবং অয়েন্টমেন্ট পূর্বে আক্রান্ত এবং চিকিৎসাধীন স্থানে ব্যবহার করতে হবে। যেসব রোগীদের ক্ষেত্রে এই অতিরিক্ত মাত্রা ব্যবহারের পরও আবার রোগের আবির্ভাব হয় তাদের ক্ষেত্রে আবার পূর্বের মাত্রায় ব্যবহার করতে হবে। বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
পার্শ্ব প্রতিক্রিয়া
মৃদু থেকে মাঝারি ধরনের জ্বলুনী, ত্বকের শুষ্কতা, চুলকানি, অস্বস্তি, ফলিকুলাইটিস ইত্যাদি। কদাচিত ত্বকে সূঁচ ফোটার মত অনুভূতি, গরম বোধ, ল্যামিনার স্কেলিং, পেরিলেসনাল স্কেলিং, ফলিকুলার র্যাশ, ত্বকের এ্যাট্রফি, ইরাইথেমা, আর্টিকারিয়া, ভেসিকুলেশন, টেলানজিয়েকটাসিয়া, একনিফর্ম প্যাপিউলস এবং হাইপ্যারেস্থেসিয়া পরিলক্ষিত হয়Betameson Ointment এর দাম
Betameson Ointment 20gm প্রতি পিসের দামঃ৪৮.০০ টাকা
Tag:- Betameson Ointment এর কাজ কি | বেটামেসন Ointment ব্যবহারের নিয়ম | Betameson Ointment এর দাম