Adlock 10 / 40 এর কাজ কি | Adlock খাওয়ার নিয়ম | Adlock ট্যাবলেট এর দাম
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Adlock ট্যাবলেট এর কাজ কি - Adlock ট্যাবলেট এর খাওয়ার - Adlock ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Adlock ট্যাবলেট এর কাজ কি - Adlock ট্যাবলেট এর খাওয়ার - Adlock ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Adlock ট্যাবলেট এর কাজ কি - Adlock ট্যাবলেট এর খাওয়ার - Adlock ট্যাবলেট দাম
Adlock 10 / 40 এর কাজ কি
Adlock ট্যাবলেট প্রাথমিক উচ্চ রক্তচাপ, এনজিনা পক্টারিস, হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদম্পন্দন, থাইরোটক্সিকোসিস, উদ্বিগ্নতা, মাইগ্রন প্রতিরােধ ইত্যাদি।
Adlock খাওয়ার নিয়ম
Adlock ট্যাবলেট প্রাপ্তবয়স্ক (১৮ বছরের উপরে) ;
* উচ্চ রক্তচাপ: প্রারস্ভিক ৮০ মিগ্রা দিনে দুইবার, বাড়ানো যেতে পারে সপ্তাহান্তে এবং তারপর চালিয়ে যেতে হবে ১৬০-১৮০ মি: দৈনিক।
এনজিনা পেক্টরিস: শুরুতে ৪০ মিগ্রা দিনে ২-৩ বার
এবং তারপর চালিয়ে যেতে হবে ১২০-২৪০ মিগ্রা দৈনিক
থাইরােটক্সিকোসিস : ১০-৪০ মিগ্রা, দৈনিক ৩-৪ বার দৈনিক। তারপর চালিয়ে যেতে হবে ৮০-১৬০ মিগ্রা দৈনিক মাইগ্রন এড়াইবার জন্য: শুরুতে ৪০ মিগ্রা দিনে দুইবার, বাড়ানো যেতে পারে প্রয়াজন অনুযায়ী এবং তারপর চালিয়ে যেতে হবে ১৬০-১৮০ মিগ্রা দৈনিক।
শিশু (১ দিন হতে ১৮ বছর): উচ্চরক্তচাপ:
* নবজাতক: ০.২৫-০.৫ মিগ্রা/কেজি দিনে ৩ বার। প্রয়োজনে
মাত্রা পরিবর্তন করা যেতে পারে।
* ১ মাস বয়সী হতে ১২ বংসর: ০.২৫-১ মিগ্রা/কেজি দিনে ৩ বার। সর্বাচ্চ ডোেজ ৫ মিগ্রা কেজি বিভক্ত মাত্রায়।
* ১২-১৮ বংসর: শুরুচতে মাত্রা ৮০ মিগ্রা দৈনিক ২ বার, চালিয়ে যেতে হবে ১৬০-৩২০ মিগ্রা দৈনিক।
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হত পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
পাঠাণ্ডা হওয়া, অবসন্নতা, বমি বমি ভাব, মাথাঘোরা, অনিদ্রা, প্যারিস্থিসিয়া ইত্যাদি।
Adlock ট্যাবলেট এর দাম
Adlock ট্যাবলেট প্রতি পিসের দাম: ০.৫ টাকা
Tag:-Adlock 10 / 40 এর কাজ কি | Adlock খাওয়ার নিয়ম | Adlock ট্যাবলেট এর দাম