Allphen Syrup এর কাজ কি | Allphen Syrup খাওয়ার নিয়ম | Allphen Syrup এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Allphen Syrup এর কাজ কি - Allphen Syrup এর খাওয়ার - Allphen Syrup দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Allphen Syrup এর কাজ কি - Allphen Syrup এর খাওয়ার - Allphen Syrup জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Allphen Syrup এর কাজ কি - Allphen Syrup এর খাওয়ার - Allphen Syrup দাম।
Allphen Syrup এর কাজ কি
Allphen Syrup শরীরের মধ্যে যে এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এগুলো প্রশমনের জন্য প্রোমথাজিন হাইড্রোক্লোরাইড ভালো কাজ করে নাকের প্রদাহ ও নাক চোখ দিয়ে পানি ঝরা এবং হে- ফিভার -এর সমস্ত উপসর্গ চোখ লাল হয়ে যে প্রদাহের সৃষ্টি করে, কোন কিছু খাওয়ার পর বা ছৌয়ার ফলে হঠাৎ কওে গা ফুলে। চাকা চাকা দেখা দিলে, ইত্যাদি বিভিন্ন এলার্জি প্রতিক্রিয়ায় এটি ব্যাবহার করা হয়।
Allphen Syrup খাওয়ার নিয়ম
Allphen Syrup প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: প্রারসম্ভিক মাত্রা হল রাতে একটি ২৫ মিগ্রা
ট্যাবলেট; যদি প্রয়োজন হয় রাত দুই অথবা তিনটি ২৫ মিগ্রা
ট্যাবলেট পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। প্রয়োজন হলে এ্যালার্জির
সমস্যায় দিনে দুই থেকে তিনবার পর্যন্ত মাত্রা বৃদ্ধি করা যেতে
পারে, সেচক্ষেত্রে ১০ মিগ্রা এর এক অথবা দুইট ট্যাবলেট দিয়ে
চিকিৎসা শুরু করতে হবে এবং প্রয়োজন অনুসারে বৃদ্ধি করতে হবে।
বয়স্কদের ক্ষেত্রে: মাত্রার কোন সুনির্দিষ্ট নির্দেশনা নেই।
শিশুদের চক্ষেত্রে: খুবই সহজেই ৫ মি.গ্রা./৫ মি.লি, দিয়ে
শিশুদের চিকিৎসা দেয়া যেতে পারে।
এ্যালার্জিত একটি এ্যান্টিহিস্টামিন হিসেবেঃ
*২ থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে: ৫ থেকে ১৫ মিগ্রা
* ৫ থেকে ১০ বছরের শিশুদের ক্ষেত্রে: ১০ থেকে ২৫ মিগ্রা
* যেসব ক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে যেখানে দুহীটি মাত্রার প্রয়োজন
হয় সেসব ক্ষেত্রে কম মাত্রা দ্বারা চিকিৎসা শুরু করা উচিত।
নিদ্রাকারক হিসেবেঃ
*২ থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে: ১৫ থেকে ২০ মিগ্রা
* ৫ থেকে ১০ বছরের শিশুদের ক্ষেত্রে: ২০ থেকে ২৫ মিগ্রা রাতে
একটি একক মাত্রা হিসেবে দিতে হবে।
বিভিন্ন কারনে ওষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার
যেভাবে পরামর্শ দিয়ছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন।
আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।