Allynol 5 এর কাজ কি | অ্যালিনল খাওয়ার নিয়ম | Allynol ট্যাবলেট এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Allynol ট্যাবলেট এর কাজ কি - Allynol ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Allynol ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Allynol ট্যাবলেট এর কাজ কি - Allynol ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Allynol ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Allynol ট্যাবলেট এর কাজ কি - Allynol ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Allynol ট্যাবলেট দাম
Allynol 5 এর কাজ কি
Allynol ট্যাবলেট ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটারডেশন
গর্ভপাতের আশংকা, স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে,
০ মেয়াদের আগেই প্রসবের আশংকা থাকলে
অ্যালিনল খাওয়ার নিয়ম
Allynol ট্যাবলেট ইন্ট্রাইউটেরাইন গ্রোথ
রিটারডেশন: দৈনিক ৩টি করে ট্যাবলেট ২ মাস।
লক্ষণসমূহের উন্নত হলে মাত্রা কমানো যেতে পারে।
গর্ভপাতের আশংকা: লক্ষণসমূহ মিলিয়ে না যাওয়া
পর্যন্ত দৈনিক ৩টি ট্যাবলেট।
স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে: গর্ভধারণ নিশ্চিত
হওয়া মাত্রে দৈনিক ১-২টি ট্যাবলেট। আশংকাজনক
সময় পার হওয়ার১ মাস পর পর্যন্ত ওষুধ খেয়ে যাওয়া
উচিত। অকালীন প্রসবের আশংকা: ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে মাত্রা নির্ধারণ করা উচিত। সাধারণত
উচ্চমাত্রা (সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্র. পর্যন্ত) ব্যবহার
করা হয় থাকে। বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হত পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
পার্শ্ব প্রতিক্রিয়া
সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যাইহােক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছাটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোাগ করুন যদি এইসব পার্ব প্রতিক্রিয়া হয়।
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ
দীর্ঘ সময় ধরে এ্যালাইলস্ট্রেনল দিয় চিকিৎসা করলে
পরিপাকতন্ত্রের কিছু সাধারণ সমস্যা হতে পারে। যেমন- বমি অথবা বমি বমিভাব এবং এপিগ্যাস্ট্রিক অস্বস্তি।
Allynol ট্যাবলেট এর দাম
Allynol ট্যাবলেট প্রতি পিসের দাম: ৭.৭২ টাকা
Tag:-Allynol 5 এর কাজ কি | অ্যালিনল খাওয়ার নিয়ম | Allynol ট্যাবলেট এর দাম