Almitan 6.25 এর কাজ কি | এ্যালমিটান খাওয়ার নিয়ম | Almitan ট্যাবলেট এর দাম
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Almitan ট্যাবলেট এর কাজ কি - Almitan ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Almitan ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Almitan ট্যাবলেট এর কাজ কি - Almitan ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Almitan ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Almitan ট্যাবলেট এর কাজ কি - Almitan ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Almitan ট্যাবলেট দাম
Almitan 6.25 এর কাজ কি
Almitan ট্যাবলেট মাইগ্রেইনের সমস্যায় ব্যাবহার করা হয়।
এ্যালমিটান খাওয়ার নিয়ম
Almitan ট্যাবলেট তীব্র মাইগ্রনের চিকিৎসায় প্রাপ্তবয়স্ক ও ১২ থেকে ১৭ বছর বয়সের কিশোরদের ক্ষেত্রে ৬.২৫-১২.৫০ মিঃগ্রাঃ সেব্য।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১২.৫০ মিঃগ্রাঃ বেশি কার্যকর মাত্রা। যদি এলমোড্রিপূটান প্রথমবার সেবনের পর মাথা ব্যাথা সেরে গিয়ে আবার পুনরায় শুরু হয়, সেক্ষমেত্রে ২ ঘন্টা পর এলমােট্রিসটান একই মাত্রায় পুনরায় সেবন করা যেতে পারে। তবে, দৈনিক ২৫ মিঃগ্রাঃ এর বৈশি মাত্রা এবং মাসে চার বারের বেশি মাইগ্রেনের চিকিৎসায় ব্যবহারে নিরাপত্তা প্রতিষ্ঠিত নয়। লিভারের সমস্যা থাকলেঃ যদি কোন রোেগীর লিভারের সমস্যা থাকে, সেক্ষেত্রে এলমােট্রিটানের প্রারস্ভিক সেবনমাত্রা ৬.২৫ মিঃগ্রাঃ হবে। এক্ষেত্রে দৈনিক ১২.৫০ মিঃগ্রাঃ এর বেশি মাত্রা সেব্য নয়। কিডনিজনিত সমস্যা থাকলেঃ যদি কোন রোগীর কিডনিজনিত সমস্যা থাকে, সেক্ষেত্রে এলমােট্রিটানের প্রারস্ভিতিক সেবনমাত্রা ৬.২৫ মিঃগ্রাঃ হবে। এক্ষেত্রে দৈনিক ১২.৫০ মিঃগ্রাঃ এর বেশি মাত্রা সেব্য নয়। বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হত পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
পার্শ্ব প্রতিক্রিয়া
দূর্বলতা, মাথা ঝিমূ ঝিম্ ভাব, মাথা ব্যথা, ম্যাজ ম্যাজ ভাব,
ক্লান্তি, বমি ভাব, বমি, পেটে অস্বস্তি, ব্যথা, ডায়রিয়া, মাংসপেশীর
ব্যথা, অস্থিসন্ধির ব্যথা, মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, ইত্যাদি
হতে পারে।
Almitan ট্যাবলেট এর দাম
Almitan ট্যাবলেট প্রতি পিসের দাম: ২৫.০০ টাকা
Tag:-Almitan 6.25 এর কাজ কি | এ্যালমিটান খাওয়ার নিয়ম | Almitan ট্যাবলেট এর দাম