Amiclo এর কাজ কি | অ্যামিক্লো খাওয়ার নিয়ম | Amiclo ট্যাবলেট এর দাম
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Amiclo ট্যাবলেট এর কাজ কি - Amiclo ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Amiclo ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Amiclo ট্যাবলেট এর কাজ কি - Amiclo ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Amiclo ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Amiclo ট্যাবলেট এর কাজ কি - Amiclo ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Amiclo ট্যাবলেট দাম
Amiclo এর কাজ কি
Amiclo ট্যাবলেট বিষণ্ণতাজনিত অসুস্থতা, বিশেষত মানসিক দুশ্চিন্তার চিকিৎসায় ব্যবহৃত হয়।
Amiclo খাওয়ার নিয়ম
Amiclo ট্যাবলেট পর্যাপ্ত সেবনমাত্রা লক্ষণ ও ব্যক্তির ক্ষেত্রে কার্যকরিতায় আলাদা। পর্যাপ্ত কার্যকারিতা পাওয়ার পর সেবনমাত্রা কমিয়ে এনে বন্ধ করতে হবে। সেবনমাত্রার বড় ভাগ রাতের বেলা নেয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে রাতে একবার সেবনই যথেষ্ট। প্রাথমিক পর্যায়ে ৩-৪ টি পর্যন্ত ট্যাবলেট দিনের বিভিন্ন
ভাগে গ্রহণ করা যেতে পারে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী
অনুসরণ করুন।।
পার্শ্ব প্রতিক্রিয়া
সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে. যাইহোক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়।
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ রক্ত চাপ কমে যাওয়া, সিনকোপ, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, বুক ধড়ফড় করা, হেলুসিনেশন, আলোক সংবেদনশীলতা, চোখে ঝাপসা দেখা, মাথা ঝিম ঝিম করা, দুর্বলতা, অবসাদ, কনফিউশন, প্রস্রাব করতে সমস্যা হওয়া এবং ওজন কমে যাওয়া।
Amiclo ট্যাবলেট এর দাম
Amiclo ট্যাবলেট প্রতি পিসের দাম: ৭.০০ টাকা
Tag:-Amiclo এর কাজ কি | অ্যামিক্লো খাওয়ার নিয়ম | Amiclo ট্যাবলেট এর দাম