Amiphin 1 / 2 Injection এর কাজ কি | Amiphin Injection ব্যহারের নিয়ম | Amiphin Injection এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Amiphin Injection এর কাজ কি - Amiphin Injection এর ব্যবহার - Amiphin Injection দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Amiphin Injection এর কাজ কি - Amiphin Injection এর ব্যবহার - Amiphin Injection দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Amiphin Injection এর কাজ কি - Amiphin Injection এর ব্যবহার - Amiphin Injection দাম
Amiphin 1 / 2 Injection এর কাজ কি
Amiphin Injection বৃক্ক ও মূত্রনালীর সংক্রমণে, শ্বাসনালীর নিম্নাংশের সংক্রমণে, বিশেষত নিউমোনিয়া, গনোকক্কাস সংক্রমণে, চর্ম সংক্রমণে, অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণে, ব্যাকটেরিয়া ঘটিত মেনিনজাইটিস, গুরুতর ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণে, যেমন- সেপটিসেমিয়া, নাক, কান ও গলার সংক্রমণে, ক্যান্সার আক্রান্ত রোগীদের সংক্রমণে, অপারেশন পরবর্তী সংক্রমণ প্রতিরোধে, অপারেশন পূর্ব ও পরবর্তী সংক্রমণে প্রতিরোধক হিসেবে এবং টাইফয়েড জ্বরে
Amiphin Injection ব্যহারের নিয়ম
Amiphin Injection প্রাপ্ত বয়স্কদের জন্য: একক মাত্রায় ১-২ গ্রাম হচ্ছে সাধারণ মাত্রা (অথবা দৈনিক দুইবার সমবিভক্ত মাত্রায়)। দৈনিক মাত্রা বাড়ানো যেতে পারে, কিন্তু ৪ গ্রাম এর বেশী হওয়া উচিত নয়। অপারেশন পূর্ববর্তী ব্যবহারের ক্ষেত্রে (সার্জিক্যাল প্রোফাইলেক্সিস), সার্জারির ১/২-২ ঘণ্টা পূর্বে একক মাত্রায় ১ গ্রাম নির্দেশিত। ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে: দৈনিক একক মাত্রায় ৫০ থেকে ৭৫ মি.গ্রা./ কেজি দেহ ওজনে প্রযোজ্য (অথবা দৈনিক দুইবার সমবিভক্ত মাত্রায়)। বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন
পার্শ্ব প্রতিক্রিয়া
সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে. যাইহোক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ কতিপয় ক্ষেত্রে নিম্নের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যায়। ডায়রিয়া, বমি ভাব, চুলকানি, লাল চাকাকৃতি দাগ, জন্ডিস, অস্থিরতা, ঝিমুনি, মানসিক দুর্বলতা।Amiphin Injection এর দাম
Amiphin Injection 1mg প্রতি পিসের দামঃ২০০.০০ টাকা
Amiphin Injection 2mg প্রতি পিসের দামঃ৩০০.০০ টাকা
সাবধান!! অ্যান্টিবায়োটিক সতর্কতা শুধুমাত্র বি,এম,ডি,সি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপশন মোতাবেক অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন, ব্যাবহার অথবা বিক্রি করতে হবে। রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স সম্পন্ন করতে হবে এবং নির্দেশিত মাত্রার ঔষধ, নির্দিষ্ট দিন পর্যন্ত সেবন করতে হবে।
Tag:- Amiphin 1 / 2 Injection এর কাজ কি | Amiphin Injection ব্যহারের নিয়ম | Amiphin Injection এর দাম