Amoclav FORTE এর কাজ কি | Amoclav FORTE খাওয়ার নিয়ম | Amoclav FORTE সিরাপ এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Amoclav FORTE সিরাপ এর কাজ কি - Amoclav FORTE সিরাপ এর খাওয়ার নিয়ম - Amoclav FORTE সিরাপ দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Amoclav FORTE সিরাপ এর কাজ কি - Amoclav FORTE সিরাপ এর খাওয়ার নিয়ম - Amoclav FORTE সিরাপ দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Amoclav FORTE সিরাপ এর কাজ কি - Amoclav FORTE সিরাপ এর খাওয়ার নিয়ম - Amoclav FORTE সিরাপ দাম
Amoclav FORTE এর কাজ কি
Amoclav FORTE সিরাপ টনসিলাইটিস, সাইনুসাইটিস, ওটাইটিস মিডিয়া, একিউট ও ক্রনিক ব্রংকাইটিস, লোেবার ও ব্রংকোনিউমোনিয়া, সিস্টাইটিস, ইউরেথ্রাইটিস, পায়েলোনেফ্রাইটিস, ত্বক ও কোমল কলার সংক্রমণসমূহ, অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণসমূহ যেমন-অস্টিওমায়েলাইটিস, সেপটিক এবরশন, পিউয়েরপেরাল সেপসিস, ইন্ট্রা-এবডুমিনাল সেপসিস ইত্যাদি।
Amoclav FORTE খাওয়ার নিয়ম
Amoclav FORTE সিরাপ প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের অধিক বয়সের শিশু: প্রতি ৮ ঘণ্টা অন্তর ১টি করে Amoxicillin + Clavulanic Acid (Clavulanate) ৩৭৫ ট্যাবলেট অথবা প্রতি ১২ ঘন্টা অন্তর ১টি করে Amoxicillin + Clavulanic Acid (Clavulanate) ট্যাবলেট। তীব্র সংক্রমণে দিনে তিনবার ১টি করে ট্যাবলেট অথবা দিনে ২ বার ১টি করে Amoxicillin + Clavulanic Acid (Clavulanate) ১ গ্রাম ট্যাবলেট।
৬-১২ বছরের শিশু: প্রতি ৮ ঘণ্টা অন্তর ২ চা চামচ সাস্পেনসন।
১-৬ বছরের শিশু: প্রতি ৮ ঘণ্টা অন্তর ১ চা চামচ Amoxicillin + Clavulanic Acid (Clavulanate) সাস্পেনসন।
১ বছরের কম বয়সের শিশু: ২৫/৩.৬ মি.গ্রা. কেজি/ দিন বিভক্ত মাত্রায় প্রতি ৮ ঘণ্টা অন্তর। মক্সাক্লেভঞগ ফোর্ট মৃদু থেকে মাঝারি সংক্রমণে দৈনিক ২৫/৩.৬ মি.গ্রা. কেজি এবং তীব্র সংক্রমণে দৈনিক ৪৫/৬.৪ মি.গ্রা./কেজি নির্দেশিত।
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে।
ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
পার্শ্ব প্রতিক্রিয়া
সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে. যাইহোক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ ডায়রিয়া, সিউডোমেমব্রেনাস কোলাইটিস, বদহজম, বমি ভাব, বমি, ক্যানডিডিয়াসিস ইত্যাদি।
Amoclav FORTE সিরাপ এর দাম
Amoclav FORTE সিরাপ প্রতি পিসের দামঃ ২২০.০০ টাকা
সাবধান!!
অ্যান্টিবায়োটিক সতর্কতা
শুধুমাত্র বি,এম,ডি,সি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপশন মোতাবেক অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন, ব্যাবহার অথবা বিক্রি করতে হবে। রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স সম্পন্ন করতে হবে এবং নির্দেশিত মাত্রার ঔষধ, নির্দিষ্ট দিন পর্যন্ত সেবন করতে হবে।
Tag:-Amoclav FORTE এর কাজ কি | Amoclav FORTE খাওয়ার নিয়ম | Amoclav FORTE সিরাপ এর দাম