Amucef ক্যাপসুল এর কাজ কি | Amucef খাওয়ার নিয়ম | Amucef ক্যাপসুল এর দাম
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Amucef Capsul এর কাজ কি - Amucef Capsul এর খাওয়ার নিয়ম - Amucef Capsul দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Amucef Capsul এর কাজ কি - Amucef Capsul এর খাওয়ার নিয়ম - Amucef Capsul দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Amucef Capsul এর কাজ কি - Amucef Capsul এর খাওয়ার নিয়ম - Amucef Capsul দাম
Amucef ক্যাপসুল এর কাজ কি
Amucef Capsul উর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, কিডনি ও মূত্রনালীর সংক্রমণ, গনোরিয়া, মধ্য্য কর্ণের সংক্রমণ।
Amucef খাওয়ার নিয়ম
Amucef Capsul Cefixime ক্যাপসুল/ট্যাবলেটঃ ২০০ মি. গ্রা. - ৪০০ মি. গ্রা., একক বা বিভক্ত মাত্রায় ৭-১৪ দিন পর্যন্ত রোগের তীব্রতা অনুযায়ী সেব্য। Cefixime সাসপেনশন তৈরীর পাউডারঃ শিশুদের মাত্রাঃ দৈনিক ৮ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক ওজন হিসাবে একক বা দুটি বিভক্ত মাত্রায় ৭-১৪ দিন পর্যন্ত সেব্য অথবা ১/২-১ বছর পর্যন্ত: ৭৫ মি.গ্রা. ১-৪ বছর পর্যন্ত: ১০০ মি.গ্রা. ৫-১০ বছর পর্যন্ত: ২০০ মি.গ্রা. ১১-১২ বছর পর্যন্ত: ৩০০ মি.গ্রা. ১২ বছরের উর্দ্ধেঃ পূর্ণ বয়স্ক মাত্রা বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণতঃ সুসহনীয়। যে সব পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে তার অধিকাংশই মৃদু প্রকৃতির এবং ক্ষণস্থায়ী। পরিপাকতন্ত্রে প্রতিক্রিয়াঃ ডায়রিয়া (যদি মারাত্মক আকার ধারণ করে তবে সেবন বন্ধ করা উচিত), পায়খানার রং পরিবর্তন, বমিবমি ভাব, পেটে ব্যথা, অজীর্ণতা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রতিক্রিয়াঃ মাথা ব্যথা, ঝিমুনী হতে পারে। অন্যান্য প্রতিক্রিয়াঃ অতি সংবেদনশীল প্রতিক্রিয়া যা চিকিৎসা বন্ধ করা হলে প্রশমিত হয়।
Amucef ক্যাপসুল এর দাম
Amucef Capsul প্রতি পিসের দামঃ ৫০.০০ টাকা
সাবধান!!
অ্যান্টিবায়োটিক সতর্কতা
শুধুমাত্র বি,এম,ডি,সি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপশন মোতাবেক অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন, ব্যাবহার অথবা বিক্রি করতে হবে। রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স সম্পন্ন করতে হবে এবং নির্দেশিত মাত্রার ঔষধ, নির্দিষ্ট দিন পর্যন্ত সেবন করতে হবে।
Tag:- Amucef ক্যাপসুল এর কাজ কি | Amucef খাওয়ার নিয়ম | Amucef ক্যাপসুল এর দাম