Anaflex SR Tablet এর কাজ কি | Anaflex SR খাওয়ার নিয়ম | Anaflex SR ট্যাবলেট এর দাম
আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি। তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Anaflex SR ট্যাবলেট এর কাজ কি - Anaflex SR ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Anaflex SR ট্যাবলেট দাম এই পোস্টে আলোচনা করবো। আপনি যদি Anaflex SR ট্যাবলেট এর কাজ কি - Anaflex SR ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Anaflex SR ট্যাবলেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। তাহলে চলুন দেখে নেই Anaflex SR ট্যাবলেট এর কাজ কি - Anaflex SR ট্যাবলেট এর খাওয়ার নিয়ম - Anaflex SR ট্যাবলেট দাম
Anaflex SR Tablet এর কাজ কি
Anaflex SR ট্যাবলেট বাতজনিত রোগ যেমন তীব্র বাত ও দীর্ঘস্থায়ী বাত এর চিকিৎসায় নির্দেশিত। এছাড়াও এটি অস্থি সংশ্লিষ্ট ব্যথা, এনকাইলোজিং স্পনডেলাইটিস, জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, পেশীর প্রদাহ, মাইগ্রেনের ব্যথা ও মাসিকের ব্যথায় নির্দেশিত।
Anaflex SR খাওয়ার নিয়ম
Anaflex SR ট্যাবলেট ট্যাবলেট এবং সাপোজিটরী :
রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও-আর্থ্রাইটিস ও এনকাইলোজিং স্পনডেলাইটিস: ২৫০ থেকে ৫০০ মি.গ্রা. করে দিনে দুইবার যা অল্প কয়েকদিনের জন্য ১.৫ গ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। সাধারণ থেকে মাঝারি ব্যথা, ডিসমেনোরিয়া, তীব্র টেনডাইনিটিস ও বারসাইটিস: ৫০০ মি.গ্রা. প্রাথমিকভাবে এরপর ২৫০ মি.গ্রা. ৬-৮ ঘণ্টা পরপর প্রয়োজন অনুসারে, তবে প্রতিদিন ১.৩৭৫ গ্রাম মাত্রা সেবন করা উচিৎ নয়। তীব্র বাত: প্রাথমিকভাবে ৭৫০ মি.গ্রা., এরপর ২৫০ মি.গ্রা. প্রতি ৮ ঘণ্টা পরপর যতক্ষন উপসর্গ পরিলক্ষিত হয়।
জুভেনাইল আর্থ্রাইটিস (পাঁচ বছরের উর্ধ্বে শিশুদের ক্ষেত্রে) : প্রতি কেজি ওজনের জন্য ১০ মি.গ্রা. করে প্রতিদিন দুই বিভক্ত মাত্রায় নির্দেশিত। জেল : প্রয়োজন অনুযায়ী দিনে ২ থেকে ৬ বার। শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
পার্শ্ব প্রতিক্রিয়া
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ বমি ভাব, ডায়রিয়া ও পরিপাকনালীর অস্বস্তি, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ, পেপটিক আলসার। শ্বাসকষ্ট, এনজিওইডিমা, চাকা চাকা দাগ হওয়া, ঝিমুনি, মাথা ব্যথা, মাথা ঘোরা, টিনিটাস, আলোর প্রতি সংবেদনশীলতা, জন্ডিস, মূত্র তন্ত্রের সমস্যা, থ্রম্বোসাইটোপেনিয়া দেখা দিতে পারে।
Anaflex SR ট্যাবলেট এর দাম
Anaflex SR ট্যাবলেট প্রতি পিসের দাম: ১৪.০৯ টাকা
Tag:-Anaflex SR Tablet এর কাজ কি | Anaflex SR খাওয়ার নিয়ম | Anaflex SR ট্যাবলেট এর দাম